• উচ্চ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের বাইরে অভিভাবকদের জন্য ঘুগনি টু বিরিয়ানি, এলাহি আয়োজন হুগলিতে
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • জীবনের অন্যতম বড় পরীক্ষা দিতে হলে ঢুকেছে ছেলেমেয়েরা। পরীক্ষাকেন্দ্রের বাইরে বসে উদ্বিগ্ন বাবা-মা-পরিবারের লোকজন। অনেক সময়ে কেউ কেউ সন্তান পরীক্ষা দিয়ে না বেরনো পর্যন্ত মুখে কিছু তোলেন না। ফলে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। এ বার পরীক্ষার দিনগুলিতে এই অভিভাবকদের কিছুটা চিন্তা মুক্ত করার জন্য এবং তাঁদের হাতে সুস্বাদু খাবার তুলে দিতে উদ্যোগী হলো হুগলির কোদালিয়া অঞ্চলের তৃণমূল কংগ্রেস।

    সোমবার ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। চুঁচুড়া সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলেও পরীক্ষাকেন্দ্র করা হয়েছে। স্কুলের বাইরে পরীক্ষার্থীদের অভিভাবকদের বসার জায়গা করা হয়েছে। আর তাঁদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে।

    কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান তথা তৃণমূল নেতা দেবাশিস চক্রবর্তী বলেন, ‘যতক্ষণ পরীক্ষা চলবে অভিভাবকরা অপেক্ষা করবেন। তাঁদের জন্য বসার জায়গা করা হয়েছে। পাশাপাশি চা ও অন্য খাবারের ব্যবস্থাও থাকছে।’ এ দিন অভিভাবকদের প্লেটে তুলে দেওয়া হয় ঘুগনি। আগামিদিনে তাঁদের জন্য চাওমিন, লুচি, বিরিয়ানির ব্যবস্থাও থাকবে বলেও জানানো হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে।

    চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র এ দিন ঘুরে দেখেন। কোনও পরীক্ষার্থীর কেন্দ্রে পৌঁছতে যাতে কোনও অসুবিধা না হয় বা অভিভাবকদের যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, সে দিকে নজর দেওয়ার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি।

    সুকান্তনগর অনুকূলচন্দ্র হাই স্কুলে ১৮০ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। অভিভাবকদের জন্য এই খাবারের আয়োজন করায় তাঁরাও খুশি।

  • Link to this news (এই সময়)