• বিপর্যয় মোকাবিলায় রাজ্য পুলিশের বাড়তি বাহিনী
    আনন্দবাজার | ০৩ মার্চ ২০২৫
  • রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী বা ডিএমজি ইউনিটের সংখ্যা বাড়ল। ভবানী ভবন সূত্রের খবর, বর্তমানে ডিএমজির সাতটি ইউনিট রয়েছে। যা বেড়ে হয়েছে চোদ্দো। নির্দেশিকায় বলা হয়েছে, নতুন প্রতিটি ইউনিটে ৪০ জন সদস্য থাকবে। তাঁদের মধ্যে ৩৬ জন কনস্টেবল, বাকি চার জন অফিসার। নির্দেশ মেলার পরেই ওই ইউনিটগুলি কিছু জেলায় কাজ শুরু করেছে।

    ভবানী ভবন সূত্রের খবর, রাজ্য পুলিশের বিভিন্ন ব্যাটেলিয়ন থেকে বাছাই করা কর্মী নিয়ে তৈরি হয়েছে ডিএমজি ইউনিট। বর্তমানে রাজ্য সশস্ত্র বাহিনীর ৪, ৬, ৭, ৮, ৯, ১০ এবং ১৩ ব্যাটেলিয়নের অধীনে রয়েছে ডিএমজির সাতটি ইউনিট। রাজ্যের কোথাও প্রয়োজন হলে এডিজি (আইন শৃঙ্খলা) কিংবা ডিআইজি (সশস্ত্র)-র নির্দেশে ওই ইউনিট উদ্ধারকাজ চালাতে ঘটনাস্থলে পৌঁছে যেত। তবে গোটা রাজ্যের বিভিন্ন বিপর্যয়ের ঘটনা সাতটি ব্যাটেলিয়নের ডিএমজির পক্ষে সামলানো সম্ভব হচ্ছিল না বলে দাবি উঠছিল।

    এর আগে রাজ্য পুলিশের তরফে পৃথক ডিএমজি ব্যাটেলিয়ন তৈরির প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। সূত্রের দাবি, সেই ঘাটতি মেটাতে এ বার রাজ্য পুলিশের কর্তারা আরও সাতটি ব্যাটেলিয়নে ওই নতুন ডিএমজি ইউনিট তৈরি করেছেন। যার মধ্যে রয়েছে, রাজ্য সশস্ত্র বাহিনীর ১, ২, ৩ এবং ১১ নম্বর ব্যাটেলিয়ন। এ ছাড়া নতুন গঠিত জঙ্গলমহল, নারায়ণী এবং গোর্খা ব্যাটেলিয়নেও ওই ডিএমজি ইউনিট তৈরি হয়েছে। এর ফলে রাজ্য পুলিশের সব ব্যাটেলিয়নেই থাকছে ডিএমজি ইউনিট। রাজ্যের বিভিন্ন জেলায় ওই ব্যাটেলিয়নের দফতর হওয়ায় কোথাও বিপর্যয় ঘটলে দ্রুত সেখানে ডিএমজি বাহিনী পৌঁছে যেতে পারবে বলে দাবি করেছেন পুলিশের কর্তাদের একাংশ।

    রাজ্য পুলিশ সূত্রের খবর, নতুন গঠিত এক একটি ডিএমজি ইউনিটে ৪০ জন সদস্য থাকছেন। প্রতিটি স্কোয়াড পাঁচটি বিশেষ দল নিয়ে গঠিত। কোনও দল ডুবে যাওয়ার তল্লাশি করবে, আবার কেউ বহুতল বা উঁচু জায়গায় আটকে পড়লে তাদের উদ্ধার কাজ চালাবে। সংশ্লিষ্ট ব্যাটেলিয়ন থেকেই নতুন ডিএমজি ইউনিটের জন্য ৪০ জন পুলিশকর্মীকে বেছে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

    এক পুলিশ অফিসার জানান, ওই ৪০ জনকে বেছে নেওয়ার পর তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। সবটাই করা হবে ডিআইজি-র (সশস্ত্র) নির্দেশে। উল্লেখ্য, বর্তমানে যে সব ব্যাটেলিয়নে ডিএমজি ইউনিট রয়েছে, তার সদস্য সংখ্যা প্রায় ৮০। তাঁদের মধ্যে ৭০ জন পুলিশ কনস্টেবল। বাকিরা অফিসার।

  • Link to this news (আনন্দবাজার)