• বনগাঁয় চালু অত্যাধুনিক সোয়াইপ মেশিনে কর সংগ্রহের কাজ, কী সুবিধা?
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • নির্মল বাংলা মিশনে বনগাঁয় চালু হলো অত্যাধুনিক সোয়াইপ মেশিনের মাধ্যমে কর সংগ্রহের কাজ। আজ, সোমবার বনগাঁ পুরসভার প্রধান বিভিন্ন ওয়ার্ডে নিযুক্ত নির্মল সাথীদের হাতে তুলে দিলেন অত্যাধুনিক এই মেশিন। পুরসভা ও বন্ধন ব্যাঙ্কের যৌথ উদ্যোগে এই মেশিন তৈরি করা হয়েছে।

    বিশ্ব উষ্ণায়নের পাশাপাশি আমজনতার সচেতনতার অভাবে ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। লাগাতার গাছ কাটা ও জলাশয় ভরাট করে চলছে নির্মাণ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শারীরিক অসুস্থতা। এর ফলে ক্ষতি হচ্ছে জীব বৈচিত্রে। যেখানে সেখানে ক্যারিব্যাগ, থার্মোকল ও প্লাস্টিকের বর্জ্যে জল ও মাটির দূষণের মাত্রা বেড়েই চলেছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প আইনে সরকার ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশে বনগাঁ এলাকায় বাড়ি বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহের কাজ শুরু করেছে পুরসভা।

    এই পরিষেবায় পরিবার পিছু দৈনিক ১ টাকা হিসাবে কর নেয় পুরসভা। এতদিন তা খাতায়-কলমে হলেও, এ বার থেকে নির্মল সাথীরা পুরসভার অত্যাধুনিক সোয়াইপ মেশিনের মাধ্যমে রসিদ দিয়ে কর আদায় করতে পারবেন। মনে করা হচ্ছে এর ফলে আর্থিক বেনিয়ম ও কারচুপি ঠেকানো সম্ভব হবে। সঠিক পরিষেবা পাবেন উপভোক্তারা।

    বনগাঁ পুরপ্রধান গোপাল শেঠ বলেন, ‘নির্মল বাংলা গড়ার লক্ষ্যে বনগাঁ ইতিমধ্যেই সফল।’ এলাকার বাসিন্দাদের যেখানে সেখানে আবর্জনা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন গোপালবাবু। পুরসভার গাড়িতে ময়লা আবর্জনা ফেলার কথা বলে সচেতন করেছেন তিনি। নিয়ম অমান্য করলে জরিমানা করা হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

  • Link to this news (এই সময়)