মাত্র ১৩ বছর বয়সে জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সা রে গা মা পা-তে দ্বিতীয় স্থান অর্জন করল গোবরডাঙার ঐশী চক্রবর্তী। ঐশীর সাফল্যে গর্বিত গোটা এলাকা। রবিবার গোবরডাঙার গড়পাড়া এলাকা উৎসবের চেহারা নেয়। জায়েন্ট স্ক্রিনে দেখানো হলো ঐশীর সাফল্যের সেই মুহূর্ত। এক জায়গায় জড়ো হয়ে আনন্দে সামিল হলেন আট থেকে আশি সকলেই।
গোবরডাঙা খাটুরা গার্লস হাইস্কুলের ক্লাস সেভেনের ছাত্রী ঐশী। ছোট থেকেই তা গানের প্রতি আলাদা টান রয়েছে টান। ক্লাস ফোর থেকেই শুরু সঙ্গীতের দুনিয়ায় পথচলা। জি বাংলার জনপ্রিয় গানের রিয়েলিটি শো সা রে গা মা পা-তে অংশ নিয়ে দুর্দান্ত পারফরম্যান্সে বিচারকদের মন জয় করে নেয় ঐশী। চূড়ান্ত পর্বে পৌঁছে দ্বিতীয় স্থান অধিকার করে সে। এই খবর সামনে আসতেই খুশির জোয়ার গোবরডাঙায়।
ঐশীর বাড়ি গোবরডাঙা গড়পাড়া এলাকায়। আত্মীয়স্বজন থেকে শুরু করে বন্ধু-বান্ধব ও এলাকাবাসীরা ভিড় জমান তাকে সংবর্ধনা জানাতে। পাশাপাশি হাজির ছিলেন গোবরডাঙা পুরসভার পুরপ্রধান শংকর দত্ত-সহ আরও অনেকে।
ঐশীর বাড়ি বাবা প্রসেনজিৎ চক্রবর্তী বেসরকারি সংস্থায় কর্মরত। মেয়ের গানের স্বপ্নকে বাস্তবায়িত করতে তিনি সব সময় তার পাশে থাকেন। মা শিউলি চক্রবর্তী পড়াশোনার পাশাপাশি মেয়ের গানের চর্চায় সব রকম ভাবে সাহায্য করেন। মেয়ের এই সাফল্যে আপ্লুত তাঁরা দু’জনেই।
ঐশীর বাবা ও মায়ের আশা, ভবিষ্যতে সে আরও নাম করবে। ঐশীর কথায়, ‘অসাধারণ অভিজ্ঞতা ছিল। বিভিন্ন সেলিব্রিটির সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। অনেক কিছু শিখেছি। এত মানুষের ভালোবাসা পেয়ে আমি অভিভূত।’ স্থানীয়দের আশা ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজের প্রতিভা মেলে ধরবে ঐশী। গোবরডাঙার নাম সে উজ্জ্বল করবে।