• ‘ও বলছিল, কেউ যেন ওকে ডাকছে’, প্রথম পরীক্ষার আগেই আত্মঘাতী উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • পরীক্ষা শুরু হতে বাকি ছিল আর মাত্র কয়েক ঘণ্টা। সকালে উঠে হাত-মুখ ধুয়ে পড়তেও বসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু তার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ল বাঁকুড়ার জয়পুর থানার অন্তর্গত লোকপুর-কারকবেড়ে গ্রামে। নাবালিকা মৃত ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজগ্রাম হাই স্কুলে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছে ওই ছাত্রী। তবে কেন এই পদক্ষেপ? তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না পরিবারের লোকজন। ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পরিবারের দাবি, তাদের মেয়ে পড়াশোনায় ভালো ছিল। উচ্চ মাধ্যমিকেও ভালো ফলাফল করতে চেয়েছিল সে। আর সেই জন্য দিনরাত পড়াশোনাও করত। কিন্তু পরীক্ষা যত এগিয়ে আসে, ততই ওই ছাত্রীর মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। মাকেও সেই কথা জানিয়েছিল সে।

    রবিবার হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করে ওই ছাত্রী। তার কাকা বলেন, ‘ও বলছিল শরীর খারাপ লাগছে। ওর মনে হয়, কে যেন ওকে ডাকছে। মন ভীষণ উচাটন ছিল।’ ছাত্রীর মামা বলেন, ‘সোমবার সকালে ও আমাকে ফোন করেছিল। ঘুম-থেকে মুখে হাত ধুয়ে ও পড়তেও বসে। কিন্তু তার পরে কোনও এক সময় পাখার সঙ্গে ওড়নাার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’ ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানাচ্ছে পুলিশ।

    মনোবিদদের একাংশের কথায়, পরীক্ষার আগে অনেক ছাত্রছাত্রীই প্রত্যাশার চাপে ভোগেন। এই সময় পরিবারের তাদের পাশে দাঁড়ানো উচিত। একটি পরীক্ষার ফলাফল কারও জীবনের সাফল্যের সর্বোচ্চ মাপকাঠি হতে পারে না।

  • Link to this news (এই সময়)