ছেলের চিকিৎসা করাতে এসে ট্রাকের চাকায় মৃত্যু হল বাবার
আজকাল | ০৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ছেলের চিকিৎসা করাতে এসে ট্রাকের চাকায় পিষ্ট হলেন বাবা। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহর সংলগ্ন গোপালনগর বোর্ডিংপাড়া রোড এলাকায়। স্থানীয়দের অভিযোগ,সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই এলাকায় নিয়মিতভাবে মাটি ও পাথর বোঝাই ট্রাক যাতায়াত করে। ফলে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং রাস্তার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিনহাটার সিতাই এলাকার বাসিন্দা হুমায়ূন প্রামাণিক তাঁর ৬০ বছর বয়সী বাবা বাবলু প্রামাণিককে নিয়ে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। পথে বাবলু প্রামাণিক অসুস্থ হয়ে হুমায়ূনের গাড়ি থেকে হঠাৎ পড়ে যান। সেই সময় পাশ দিয়ে দ্রুতগতিতে আসা একটি পাথর বোঝাই ট্রাকটি তাঁকে চাপা দিয়ে চলে যায়।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাক চালক পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ বাহিনী। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ট্রাকটিকে আটক করেছে। দিনহাটা থানার পুলিশ জানিয়েছে, ট্রাক চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।