দিনে দুপুরে সোদপুর স্টেশনে শ্লীলতাহানির অভিযোগ। তারপর যা হল...
আজকাল | ০৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দিনে দুপুরে সোদপুরে একী কাণ্ড ! সুলভ শৌচাগারে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্ত যুবককে মারধর করে স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছে খড়দহ থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে খবর, দাদার সঙ্গে ১৭ বছরের নাবালিকা ফতুল্লাপুর থেকে আসছিলেন। গন্তব্য ছিল ভিনরাজ্য রাজস্থান। সোদপুর স্টেশনের কাছে অসুস্থবোধ করায় তার দাদা ট্রেন থেকে নেমে বোনকে স্নান করাতে নিয়ে যায়। সুলভ শৌচাগারে গিয়ে বোনকে স্নান করায়। তারপর সেই শৌচালয়েই বোনের কাছে নিজের পোশাক দিয়ে স্নান করতে ঢুকেছিল দাদা। আর তখনই শৌচাগারে ঢুকে অভিযুক্ত যুবক হাত চেপে ধরে। দাবি, গোপনাঙ্গে স্পর্শ করে। শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকারে সঙ্গে সঙ্গে শৌচাগার থেকে তার দাদা বেরিয়ে আসে। ছুটে আসে স্থানীয়রা। অভিযুক্তকে ধরে ফেলে মারধরও করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দহ থানার পুলিশ। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ।