• বাম আমলের পুরসভার চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন পাবেন না, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
    আজ তক | ০৩ মার্চ ২০২৫
  • বাম আমলে নিযুক্ত পুরসভার চুক্তিভিত্তিক কর্মীরা পেনশনের সুবিধা পাবেন না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। বাম আমলে পশ্চিমবঙ্গের বিভিন্ন পুরসভায় রাজ্যের অনুমোদন ছাড়াই চুক্তিভিত্তিতে চাকরি দেওয়া হয়েছিল কয়েক লক্ষ কর্মীকে। তাঁরা সরকারি কর্মীদের মতো পেনশন ও অবসরকালীন অন্যান্য সুবিধা পাবেন না। এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশক চন্দের সিঙ্গল বেঞ্চের।

    ওয়াকিবহাল মহলের মতে, বাম আমলে পুরবোর্ডের অনুমতির ভিত্তিতেই বহু কর্মীকে নিয়োগ করা হয়েছিল। তাঁদের অনেকেই রাজ্যের অনুমতি পাননি। তাঁদের পুরসভার ফান্ড থেকে বেতন দেওয়া হত। 

    কিন্তু পুর আইন বলছে, চুক্তিভিত্তিক কর্মীদের রাজ্যের অনুমোদন থাকা আবশ্যিক। ফলে শুধুমাত্র পুরবোর্ডের অনুমতির ভিত্তিতে যাঁদের নিয়োগ হয়েছে, তাঁরা পেনশন ও অন্যান্য় অবসরকালীন সরকারি সুবিধা পাবেন না। 

    রায়গঞ্জ পুরসভার এক প্রাথমিক বিদ্যালয়ের চুক্তিভিত্তিক কর্মীর স্ত্রী, স্বামীর মৃত্যুর পর অবসরকালীন পারিবারিক ভাতা ও অন্যান্য সুবিধার দাবিতে আদালতের দ্বারস্থ হন। সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আদালত জানিয়েছে, পুরসভার অনুমোদনের ভিত্তিতে চুক্তি মাফিক নিয়োগ করা হলেও, পরে রাজ্যের অনুমোদন নিয়ে সেই পদ রেগুলারাইজ করা হয়নি। ফলে আইনত এমন কর্মী ও তাঁদের পরিবাররা পেনশন পাওয়ার যোগ্য নন। 
  • Link to this news (আজ তক)