• আরজি কর কাণ্ডে বড় অ্যাকশন CBI-এর, স্ক্যানারে কলকাতা পুলিশের ১১ জন
    আজ তক | ০৩ মার্চ ২০২৫
  • আরজি কর হাসপাতাল কাণ্ডে এবার বড় পদক্ষেপ নিল সিবিআই। তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের ১১ জন পুলিশকর্মীকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, টালা থানার ওই ১১ জন পুলিশকর্মীর মধ্যে রয়েছেন সাব-ইন্সপেক্টর, সহকারী সাব-ইন্সপেক্টর এবং কনস্টেবলরা। তাঁদের সোম ও মঙ্গলবার কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    তদন্ত সংস্থার দাবি, ঘটনার দিন আরজি কর হাসপাতাল চত্বরে এবং টালা থানার ফাঁড়িতে যাঁরা কর্তব্যরত ছিলেন, তাঁদের সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাঁদের কাছ থেকে সেই সময়ের পরিস্থিতি, পুলিশের ভূমিকা এবং অভিযুক্তদের সঙ্গে তাঁদের কথোপকথন সম্পর্কে বিস্তারিত জানতে চাইছে সিবিআই।

    চার্জশিট জমার আগে গুরুত্বপূর্ণ তলব
    সূত্রের খবর, এই সপ্তাহেই আরজি কর মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করতে পারে সিবিআই। তার আগেই এই ১১ জন পুলিশকর্মীর বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন, কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কীভাবে নারকীয় ঘটনা ঘটেছিল, আরজিকর হাসপাতালে নিরাপত্তার ঘাটতি ছিল কি না, এবং পুলিশের ভূমিকা কেমন ছিল।

    তদন্তে নয়া দিক
    এই মামলায় ইতিমধ্যেই সঞ্জয় দোষী সাব্যস্ত হয়েছে এবং আদালত তার সাজা ঘোষণা করেছে। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করলেও তাঁদের বিরুদ্ধে এখনও চার্জশিট জমা দেয়নি সিবিআই। এবার তদন্তের আওতায় এলেন টালা থানার ওসি-সহ ১১ জন পুলিশকর্মী। জানা যাচ্ছে, ঘটনার সময় তাঁরা সন্দীপ ঘোষের সঙ্গে আলোচনা করেছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিলেন।

    রাজনৈতিকভাবে চর্চিত এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সিবিআই-এর এই পদক্ষেপ নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার, পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত কতদূর এগোয় এবং চার্জশিটে নতুন কী তথ্য উঠে আসে।

    সংবাদদাতা- রাজেশ সাহা


     
  • Link to this news (আজ তক)