চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের বেতন বাড়াচ্ছে রাজ্য
দৈনিক স্টেটসম্যান | ০৩ মার্চ ২০২৫
চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের বেতন বাড়াচ্ছে রাজ্য। বর্ধিত বেতন প্রযুক্ত হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। সর্বনিম্ন আড়াই হাজার টাকা বেতন বাড়বে চালকদের। অবশ্য অভিজ্ঞতা বেশি থাকলে বেতনবৃদ্ধির পরিমাণও বাড়বে। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে নবান্ন। একই সঙ্গে কত বছরের অভিজ্ঞতায় কত টাকা বেতন বাড়বে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে প্রতাপ নায়েক। তিনি বলেন, রাজ্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের সাম্মানিক বৃদ্ধি করছে। আমরা সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করছি। বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ।
গত কয়েক দিন ধরেই পুরনিগম, পর্ষদের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা চলছিল। অবশেষে বেতনবৃদ্ধির বিষয়টিতে সবুজ সংকেত দিয়েছে অর্থ দপ্তর। এখন, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকেরা ১৩ হাজার টাকা বেতন পান। আড়াই হাজার টাকা বেতন বাড়বে তাঁদের। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁদের বেতন হবে ১৬ হাজার টাকা। যে সমস্ত চালক বিভিন্ন সংস্থার মাধ্যমে সরকারি দপ্তরে নিযুক্ত হন, তাঁরাও মাসে ১৬ হাজার টাকা করে বেতন পাবেন। অবশ্য চাকরিতে ঢোকার পর থেকে পরবর্তী পাঁচ বছর বেতন বাড়বে না।
সরকারি তালিকা অনুযায়ী, পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে চুক্তিভিক্তিক সরকারি গাড়ির চালকেরা মাসে ২০ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ, ৪ হাজার টাকা বেতন বাড়বে তাঁদের। যাঁদের অভিজ্ঞতা কমপক্ষে ১০ বছর, তাঁরা পাবেন মাসে ২৫ হাজার টাকা। ১৫ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হলে মিলবে ৩১ হাজার টাকা করে। ২০ বছর বা তার বেশি সময়ের অভিজ্ঞতা থাকলে মাসে ৩৮ হাজার টাকা করে দেওয়া হবে। ৬০ বছর বয়স পর্যন্ত চালকদের ক্ষেত্রে এই পরিবর্তিত বেতন প্রযোজ্য হবে।