দেবব্রত মণ্ডল, বারুইপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার জেরে আজ সোমবার বনধ ডেকেছিল এসএফআই। রাজ্যের বিভিন্ন জায়গায় এসএফআই, ডিএসও বনধ সফল করতে রাস্তায় নেমে হুজ্জুতি করে বলেও অভিযোগ। সেইসব ঘটনার বিক্ষিপ্ত আঁচ গিয়ে পড়ল বারুইপুর জেলা সিপিএম কার্যালয়ের বাইরে। কার্যালয়ের বাইরের দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হল। ভিতরে ঘণ্টাখানেক আটকে থাকলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী-সহ অন্যান্য নেতারা।
জানা গিয়েছে, আজ সোমবার দুপুরের পর বারুইপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখা যায়। সাময়িক উত্তেজনাও ছড়ায় এলাকায়। অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদের লোকজন ওই কার্যালয়ে ঢুকে যান। সিপিএম কর্মী-সমর্থকদের সঙ্গে তুমুল বচসা চলতে থাকে। দুপক্ষের মধ্যে হাতাহাতিও হয় বলে অভিযোগ। সেসময় ওই কার্যালয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছাড়াও রাহুল ঘোষ, রতন বাগচী-সহ অন্যান্য জেলা নেতারা উপস্থিত ছিলেন। যদিও বিক্ষোভকারীরা তাঁদের কাছে অবধি পৌঁছতে পারেননি বিক্ষোভকারীরা।
পরে ওই কার্যালয়ের বাইরের গেটে তালা মেরে দেন বিক্ষোভকারীরা। গোটা এলাকা ঘিরে রাখা হয়। রাস্তায় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে বারুইপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে সেই বিক্ষোভকারীদের সরাতে সমর্থ হয়নি। পুলিশের সামনেই তৃণমূলের লোকজন স্লোগানিং চালাতে থাকেন বলে বলে অভিযোগ সিপিএম নেতৃত্বের। যদিও অভিযোগ মানতে চায়নি তৃণমূল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে কার্যালয়ের তালা খুলে দেন। ঘটনায় তিব্র ক্ষোভ দেখা দিয়েছে সিপিএম-কর্মী সমর্থকদের মধ্যে।