• নিয়োগের অনুমোদন নেই, আগামী মাস থেকে আর পেনশন পাবেন না এই সরকারি কর্মীরা
    হিন্দুস্তান টাইমস | ০৩ মার্চ ২০২৫
  • তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই এবার বাম জমানার বেনিয়ম ফাঁস হল কলকাতা হাইকোর্টে। বাম জমানায় নিযুক্ত বিভিন্ন পুরসভায় চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পেনশনসহ অন্য অবসরকালীন সুবিধা পাবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত। বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, বাম জমানায় নিযুক্ত যে সব চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগে রাজ্য সরকার অনুমোদন দেয়নি রাজ্য সরকার তারা অবসরকালীন সুবিধা থেকে বঞ্চিত হবেন। 


    পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবেন না,' ঔরঙ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের

    বাম জমানায় রাজ্যের বিভিন্ন পুরসভায় প্রচুর চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত হয়। তাদের অনেকেরই নিয়োগে রাজ্য সরকার অনুমোদন দেয়নি বলে অভিযোগ। সেই কর্মীরা অবসরকালীন সুবিধা পাবেন কি না তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলা ওঠে বিচারপতি কৌশিক চন্দের ঘরে। সোমবার সেই মামলায় বিচারপতি চন্দ জানিয়েছেন, বাম জমানায় যে সব চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগে রাজ্য সরকার অনুমোদন দেয়নি তারা অবসরকালীন সুবিধা পাবেন না। তবে তৃণমূল জমানায় এই সমস্যা নেই। কারণ তৃণমূল জমানায় প্রায় সমস্ত নিয়োগকেই অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। 

    আদালতের এই নির্দেশে বাম জমানায় বিভিন্ন পুরসভায় নিযুক্ত কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মী বিপাকে পড়তে চলেছেন। আদালতে উঠে এসেছে, বাম জমানায় রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই ইচ্ছা মতো কর্মী নিয়োগ করেছে পুরসভাগুলি। পুর আইন অনুসারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য রাজ্য সরকারের অনুমোদন বাধ্যতামূলক। 


    এই ঘটনায় বাম জমানায় নিয়োগে অস্বচ্ছতার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। ওদিকে সিপিআইএমের দাবি, এর সঙ্গে নিয়োগে অস্বচ্ছতার সম্পর্ক নেই। চাইলে মামলাকারীরা উচ্চ আদালতে যেতেই পারেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)