উচ্চমাধ্যমিক হেল্পলাইন ABVP-র, ‘বাম-TMC বিরোধী’ পোস্টার পোস্ট করে মুছল আকাশবাণী
হিন্দুস্তান টাইমস | ০৩ মার্চ ২০২৫
আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষা শুরুর প্রথম দিনেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামেদের ছাত্র সংগঠন এসএফআই। এছাড়াও বিভিন্ন বাম ছাত্র সংগঠনগুলিও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। এই অবস্থায় পরীক্ষার্থীদের যাতে কোনওরকমের সমস্যা না হয় তারজন্য ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে কড়া অবস্থান নেওয়া হয়েছে। এবার বাম এবং তৃণমূলের বিরুদ্ধে ঘৃণ্য রাজনীতির অভিযোগ তুলে পালটা হেল্পলাইন চালু করল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। এদিকে আকাশবাণী সেই খবরটি ফেসবুকে পোস্ট করে। এবিভিপির পোস্টার সমেত খবরটি আকাশবাণীর ফেসবুক পেজে পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। পরে অবশ্য সেটি মুছে ফেলা হয়।
এদিকে ডানপন্থী ছাত্র সংগঠনের তরফে ফেসবুক পোস্টে এই হেল্প লাইন নম্বর জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা কোনও সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। তৃণমূল এবং বামেদের নিশানা করে এবিভিপির কটাক্ষ তৃণমূল, বাম এবং নক্সালদের আঁতাতের কারণে ফের অশান্ত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। এরফলে নোংরা রাজনীতির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা। তাঁদের অভিযোগ, শুধু যাদবপুরেই নয় রাজ্যের অন্যান্য ক্যাম্পাসেও এভাবে নোংরা রাজনীতি চলছে। কিছু ক্ষেত্রে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সরকারি মদত রয়েছে। সাধারণ ছাত্র-ছাত্রী বা অধ্যাপক, শিক্ষিকার যাদবপুর ক্যাম্পাসে নিরাপদ নন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিজেপির ছাত্র সংগঠনের অভিযোগ, ‘ছাত্র-ছাত্রীদের এবং পরীক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করার জন্য ঘৃণ্য পরিকল্পনা করে রাজ্যজুড়ে ধর্মঘট ডাকা হয়েছে।’ তাই পরীক্ষার্থীদের সুবিধার্থে এই হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। পোস্টে বলা হয়েছে, যে কোনও পরীক্ষার্থী সমস্যায় পড়লে এই হেল্পলাইন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, ধর্মঘটকে কেন্দ্র করে যাতে পরীক্ষার্থীদের কোনও সমস্যা না হয় তার জন্য রবিবারই লালবাজারে সাংবাদিক সম্মেলন করেছেন, রাজ্য পুলিশের এডিজি জাভেদ শামিম এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যেতে কোনও অসুবিধা যেন না হয় তার জন্য ট্রাফিক ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয় পুলিশকে। সেই মতোই এদিন সকাল থেকেই জেলায় জেলায় পুলিশকে তৎপর থাকতে দেখা গিয়েছে। এছাড়াও, কোনওরকম রাস্তা অবরোধ বা অন্য সমস্যা হলে পড়ুয়াদের জন্য হেল্পলাইন নম্বরও চালু করেছে পুলিশ।