দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কোনও গাড়িকে চলাচল করার অনুমতি দেওয়া হবে না। সেই দিন দিঘা থেকে প্রায় চার কিলোমিটার আগেই দাঁড় করিয়ে দেওয়া হবে সব গাড়ি। দিঘায় যাতে সেই দিন বাড়তি কোনও চাপ তৈরি না হয় সেই জন্য এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনাসভায় এই কথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী মাসেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন। অক্ষয় তৃতীয়ার দিনেই এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ২৯ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরে ঠাকুরের প্রতিষ্ঠা হবে হবে। সেদিন থেকেই শুরু হবে পুজোপাঠ এবং যজ্ঞ। এই মন্দিরের উদ্বোধন হবে ৩০ তারিখে, অক্ষয় তৃতীয়ার দিন। তবে, ২৮ এপ্রিল দুপুরের পর থেকেই দিঘায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ ২৮ এপ্রিল দুপুর ৩টে থেকেই দিঘায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাই যারা গাড়ি নিয়ে যেতে চাইছেন তাই ২৮ তারিখ দুপুরের মধ্যেই দিঘা পৌঁছে যাবেন। কিন্তু ২৯ এবং ৩০ তারিখে দিঘা থেকে ৩-৪ কিলোমিটার আগেই সব গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হবে। সেই দিন দিঘা গেট থেকেই হেঁটে যেতে হবে সবাইকে।’ মুখ্যমন্ত্রী জানান, এই মন্দিরের উদ্বোধন নিয়ে তিনি কোনও রকম হাইপ তুলতে চান না। সেই দিন দিঘায় যাতে কোনও ভাবে পদপিষ্ট হওয়ার মতন ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী নিজেও একই নিয়ম মানবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলে মনে করছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। অনিয়ম ঠেকাতে দিঘাকে একাধিক জ়োনে ভাগ করে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ভিড়ের কথা মাথায় রেখে দিঘার নিরাপত্তা ব্যবস্থা ও ট্র্যাফিক ব্যবস্থা করা হচ্ছে।
অন্য দিকে, আগামী ১৪ এপ্রিল সন্ধ্যায়, কালীঘাটে স্কাইওয়াকের উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।