• কলকাতা মেডিক্যাল কলেজে ‘হাতুড়ি-হামলা’, স্বামীর ‘বান্ধবী’র হাতে ঘায়েল স্ত্রী
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • কলকাতা মেডিক্যাল কলেজের ভিতরে ‘হাতুড়ি-হামলা’র অভিযোগ। সোমবার এই অভিযোগ ঘিরে হুলুস্থুল মেডিক্যাল কলেজ চত্বরে। সূত্রের খবর, দ্বিতীয় এক মহিলাকে নিয়ে স্বামী-স্ত্রীর অশান্তি। তার জেরে এই ভয়াবহ ঘটনা ঘটে। জানা গিয়েছে, ওই যুবক খড়দহের বাসিন্দা। পেশায় তিনি মেডিক্যাল রিপ্রেজ়েন্টেটিভ বা এমআর।

    সূত্রের খবর, এ দিন ওই যুবক কাজে বেরোনোর পরই তাঁর পিছু নেন স্ত্রী। স্বামীর অন্য মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে, এমনটা আগেই জানতেন বলে দাবি তাঁর। এর পরই স্বামীর পিছু নিয়ে মেডিক্যাল কলেজে এসে উপস্থিত হন। সেখানেই স্বামীকে অন্য মহিলার সঙ্গে হাতেনাতে ধরে ফেলেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

    কাজের জায়গায় আচমকা স্ত্রীকে দেখে রেগে যান যুবক। স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। ক্রমেই পরিস্থিতি অশান্ত হতে থাকে। তার মধ্যে ঢুকে পড়েন দ্বিতীয় মহিলা। যা ভস্মে ঘি ঢালার কাজ করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

    হঠাৎই এমআর যুবকের স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন দ্বিতীয় মহিলা। মাথার জোরাল আঘাত লাগে। ইমার্জেন্সিতে নিয়ে গিয়ে মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে জানা যায়, ওই দ্বিতীয় মহিলা এমআর যুবকের বিশেষ বান্ধবী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীদের দাবি, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ধরতে এসেই এ ভাবে আক্রান্ত হতে হয় ওই মহিলাকে। আক্রান্ত মহিলা সংবাদমাধ্যমে বলেন, ‘একটা সংসার ভেঙে কেউ কী করে এমনটা করতে পারেন? তাঁরও তো ঘরে সন্তান আছে। সেই সন্তানের সঙ্গেও তো আগামী দিনে এই একই অন্যায় হতে পারে।’ যদিও অভিযুক্তের কোনও বক্তব্য এখনও মেলেনি। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, ওই যুবকের ভূমিকা নিয়েও। যে দোষে ওই দ্বিতীয় মহিলাকে দোষী বলা হচ্ছে, একই দোষ তো তাঁর স্বামীও করছেন।

    কিন্তু সব থেকে বড় প্রশ্ন, কলকাতা মেডিক্যাল কলেজের মতো একটা এত বড় হাসপাতালে এমন ঘটনা ঘটল কী ভাবে? প্রশ্ন উঠছে, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। বিশেষ করে এই হাসপাতালগুলিতে এমআর-এর প্রবেশের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ থাকে। আদৌ কি তা মানা হয়েছে, উঠছে প্রশ্ন। এমএসভিপি অঞ্জন অধিকারী জানিয়েছেন, বিষয়টি একেবারেই অভিপ্রেত নয়। তবে এই বিষয়টি এমআর-এর একেবারে ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। ঘটনাচক্রে ঘটনাস্থল মেডিক্যাল কলেজ। পুলিশ বিষয়টি দেখছে।

  • Link to this news (এই সময়)