• রহড়ায় তৃণমূল নেতার উপর হামলার অভিযোগ, অভিযুক্ত এখনও অধরা
    এই সময় | ০৩ মার্চ ২০২৫
  • দলীয় অফিসের সামনেই তৃণমূলের উপ পুরপ্রধানের উপর হামলা। ঘটনার পর প্রায় দু’ দিন পার। এখনও কেউ গ্রেপ্তার হননি। খড়দহের রহড়া কল্যাণনগর বটতলার ঘটনা। রহড়া থানার পুলিশের দাবি, তল্লাশি চলছে। দোষীরা কেউই ছাড় পাবে না।

    শনিবার পার্টি অফিসের সামনে বসে ভোটার লিস্ট স্ক্রুটিনি সংক্রান্ত বিষয় নিয়ে দলের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন খড়দহ পুরসভার উপ পুরপ্রধান সায়ন মজুমদার। তখনই তাঁর উপর কয়েক জন হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, উপ পুরপ্রধানকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

    ঘটনাস্থলের যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে, কয়েক জনের সঙ্গে বসে আছেন উপ পুরপ্রধান। এরই মধ্যে দু’টি বাইক এসে দাঁড়ায়। এক যুবক উপ পুরপ্রধানের দিকে হাত বাড়িয়ে এগিয়ে আসেন। ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, কিছু একটা মনোমালিন্য চলছিল। এরই মধ্যে আরও দুই যুবক সেখানে আসে। কার্যত হাতাহাতির উপক্রম হয়।

    বটতলা মোড়ে ব্যস্ততম রাস্তার উপর তৃণমূলের এই পার্টি অফিস। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ওই জায়গায় সায়ন বসেন। তিনি জানান, কেন এই ঘটনা ঘটল তা তাঁর কাছে স্পষ্ট নয়। তিনি বহু দিন ধরে রাজনীতি করছেন, এ রকম পরিস্থিতির সম্মুখীন আগে কোনও দিন হননি। ঘোলার এসিপি তনয় চট্টোপাধ্যায় জানান, অভিযুক্তদের চিহ্নিত করার কাজ চলছে। অনেকেই এলাকা ছাড়া। তাদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

    কয়েক দিন আগে ঠিক একই কায়দায় হামলার অভিযোগ উঠেছিল কলকাতা পুরসভার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত তাঁর বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। সেই সময় তাঁর দিকে বন্দুক তাক করে এগিয়ে গিয়েছিল দুষ্কৃতী। বার বার এ ধরনের ঘটনা প্রশ্ন তুলছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

  • Link to this news (এই সময়)