শিল্প নিয়ে কোনও রকম টালবাহানা সহ্য করবে না রাজ্য সরকার। স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জির বৈঠকে এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, শিল্পের অনুমোদন দেওয়ার জন্য কোনও কাজ ফেলে রাখা যাবে না। কেউ যদি এই কাজে অবহেলা করেন বা নির্দিষ্ট সময়ের মধ্য ওই কাজ না করেন তাহলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ওই সভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘ মানুষের কাজের জন্য সরকার প্রজেক্ট দেয়। এই প্রকল্পের জন্য তাদের কাছে থেকে একটা টাকাও নেওয়া যাবে না। এই টাকা নেওয়ার অধিকার কারোর নেই। যদি কেউ এই কাজ করেন তাহলে আমরা তাঁর বিরুদ্ধে অ্যাকশন নেব।’
এখন রাজ্যে অনেক শিল্পপতি বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। রাজ্য জুড়েই বিভিন্ন জেলায় এই শিল্প স্থাপন এবং বিনিয়োগের কাজ চলছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এর ফলে পুরুলিয়ার রঘুনাথপুর, বীরভূমে ডেউচা প্রকল্প সহ বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে অনেক কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।
মুখ্যমন্ত্রী জানান, কলকাতার লেদার কমপ্লেক্স সহ বিভিন্ন ক্ষেত্রে মিউটেশন দেওয়ার জন্য নির্ধারিত সময়েই কাজ করতে হবে বলে। এই কাজ করার জন্য অনেক জায়গায় টাকার লেনদেন হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এই ধরনের লেনদেন বন্ধ করার দিকেও জোর দেন তিনি।
গত মাসেই রাজ্যে হয়েছে শিল্প সম্মেলেন। তার পর থেকে গত এক মাসে রাজ্যে শিল্প ক্ষেত্রে বিনিয়োগের জন্য কতগুলি প্রস্তাব এসেছে তাও এ দিনের সভায় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজ্য এখন শিল্প বিনিয়োগের সেরা স্থান হয়ে উঠছে তাও জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে যে সিস্টেম আছে তার মধ্যেই শিল্পপতিরা যাতে তাঁদের বিনিয়োগের জন্য দ্রুত এবং সহজ পদ্ধতিতে করতে পারেন সেই ব্যবস্থা করতে হবে বলেও জানান তিনি। শিল্পর সুবিধার জন্য একটি পোর্টাল-ও এ দিন চালু করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পের জন্য যে জমি চিহ্নিত হয়ে আছে তা যাতে দ্রুত ব্যবহার করা যায় সেদিকে নজর রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ক্ষেত্রে কোনও আধিকারিক কাজে গাফিলতি বা ঢিলেমি করলে তা বরদাস্ত করা হবে না বলেও জানিয়েছেন তিনি।