• মা-বাবাকে গুলি করে খুন! মেয়ে-জামাই এবং ভাড়াটে খুনির যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসত আদালত
    আনন্দবাজার | ০৩ মার্চ ২০২৫
  • বাজারে দেনা। টাকার জন্য মা-বাবাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন! উত্তর ২৪ পরগনার হাবড়ায় সেই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া মেয়ে, জামাই এবং ভাড়াটে খুনিকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিল বারাসত আদালত।

    আদালত সূত্রে খবর, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর রাতে হাবড়ার টুনিঘাটা লন্ডনপাড়ার বাড়িতে রক্তাক্ত দেহ উদ্ধার হয় প্রাক্তন সেনাকর্মী রামকৃষ্ণ মণ্ডল এবং তাঁর স্ত্রীর লীলারানির। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় এবং বুকে গুলি করা হয়েছিল দম্পতিকে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে দম্পতির ছোট মেয়ে নিবেদিতা সাধুখাঁ, জামাই বান্টি সাধুখাঁ এবং ভাড়াটে খুনি অজয় দাসকে। পুলিশি জেরায় তাঁরা শিকারও করেন, বান্টির বাজারে প্রায় ৮-১০ লক্ষ টাকার ঋণ ছিল। সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন পাওনাদারেরা। সেই পরিস্থিতিতে শ্বশুর-শাশুড়ির কাছ থেকে টাকা চেয়েছিলেন বান্টি। কিন্তু শ্বশুর-শাশুড়ি টাকা দিতে অস্বীকার করায় তাঁদের খুন করেন তিনি।

    সমস্ত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বান্টি, নিবেদিতা এবং অজয়কে দোষী সাব্যস্ত করে বারাসত আদালত। সোমবার তাঁদের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা করেছে আদালত। অনাদায়ে আরও ছ’মাসের জেল। অজয়ের কাছে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় তাঁকে আরও পাঁচ বছরের কারাবাসের সাজা হয়েছে। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও ছ’মাসের জেল।

    সরকারি আইনজীবী জানান, এই মামলার তদন্তে ডিজিটাল তথ্যপ্রমাণ মিলেছিল। অজয়কে যখন সুপারি দেওয়া হচ্ছিল, তখন ফোনে সেই কথোপকথন রেকর্ড করে রেখেছিলেন অজয়। যা পরে পুলিশ উদ্ধার করে।

  • Link to this news (আনন্দবাজার)