• হাসপাতাল থেকে ছাড়া পেতেই, ট্যাংরা খুনের ঘটনায় গ্রেপ্তার প্রসূন
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  •  ট্যাংরা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রসূন দে-কে। পুলিশ সূত্রে খবর, ট্যাংরা থানায় প্রায় সাড়ে চার ঘণ্টা জেরা করা হয় প্রসূনকে। তার পরেই তাঁকে গ্রেপ্তার করা হয়।

    ট্যাংরা এলাকায় নিজের বাড়িতেই খুন হন দুই গৃহবধূ-সহ তিন জন। এই তিনজনকে খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রসূন দে-কে।

    ট্যাংরার ২১/সি অটল শূর রোডের বাড়িতে পরিবারে থাকতেন দুই ভাই প্রণয় দে ও প্রসূন দে। প্রণয় ও প্রসূনের চামড়ার জিনিসের ব্যবসা রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ব্যবসায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েন দুই ভাই। এর পরই পরিবারের সকলে আত্মহত্যার পরিকল্পনা করে বলে খবর। কিন্তু খুন করা হয় পরিবারের সদস্যদের।  উদ্ধার করা হয় দুই মহিলা সহ তিনজনের দেহ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদে প্রসূনের দাদা প্রণয় জানিয়েছে,  সুদেষ্ণা, রোমি ও এক মাত্র মেয়ে প্রিয়ংবদাকে খুন করেছেন প্রসূনই। এমনকী প্রসূনও নিজে সে কথা স্বীকার করেছেন বলে সূত্রের দাবি।

    এনআরএস হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সোমবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তার পরেই জেরা করা হয় প্রসূনকে। সোমবার রাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হতে পারে বলেও জানা গিয়েছে। কীভাবে এবং কেন খুন করা হয়েছিল সেই রহস্যর কিনারা হবে প্রসূনকে আরও জেরা করেই বলে জানিয়েছে পুলিশ।

    (বিস্তারিত আসছে...)

  • Link to this news (এই সময়)