একই নম্বরে দু'টি আধার কার্ড! নরসিংহপুরে বিভ্রান্ত দুই ভাই
আজকাল | ০৪ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ভূতুড়ে ভোটার ইস্যুতে যখন রাজ্যজুড়ে বিতর্ক চলছে, তখন সিউড়ি ১ নম্বর ব্লকের নরসিংহপুরে আধার কার্ড সংক্রান্ত একটি ঘটনা প্রকাশ্যে এল। ওই গ্রামের দুই ভাই, গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারার আধার কার্ড আলাদা হলেও, দু’জনের কার্ডে দেওয়া নাম্বার একই! ফলে প্রশাসনিক নথিপত্রে তাদের পরিচয় নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি।
দীর্ঘদিন ধরে তাঁরা এই সমস্যার সমাধান চেয়ে সরকারি দপ্তর ও স্থানীয় পঞ্চায়েত অফিসে জানিয়েছেন। কিন্তু কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। আধার কার্ডের একই নাম্বার থাকায় বিভিন্ন সরকারি পরিষেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তাঁরা। রেশন, ব্যাঙ্ক পরিষেবা, পেনশন কিংবা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিতে গিয়েও সমস্যায় পড়তে হচ্ছে। এমনকী আধার-নির্ভর নথিপত্র যাচাইয়ের সময় তাঁদের পরিচয় নিয়েও সন্দেহ তৈরি হচ্ছে।
তাঁদের অভিযোগ, আধার সংশোধনের জন্য বারবার আবেদন করলেও সংশোধন সম্ভব হয়নি। আধার সংশোধন কেন্দ্রে গিয়েও কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন তাঁরা। এতে তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা সমস্যার মুখোমুখি হচ্ছে।
একদিকে যখন মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূতুড়ে ভোটার চিহ্নিত করার কাজ শুরু হয়েছে, তখন একই নম্বরের দুটি আধার কার্ডের ঘটনা সামনে আসায় নতুন বিতর্ক শুরু হয়েছে। সাধারণের মতে, এটি প্রশাসনিক গাফিলতির একটি বড় উদাহরণ।
এখন দেখার, এই আধার বিভ্রাটের সমাধানে প্রশাসন কতটা দ্রুত ব্যবস্থা নেয়।