• ট্যাংরা-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার ছোট ভাই প্রসূন, ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ...
    আজকাল | ০৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ট্যাংরা-কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলেন ছোট ভাই প্রসুন দে। সোমবার বিকেল সওয়া ৫টা নাগাদ নীলরতন সরকার হাসপাতাল থেকে প্রসুনকে গ্রেপ্তার করে ট্যাংরা থানার পুলিশ। তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ট্যাংরা থানায়। পুলিশ সূত্রে খবর, তাঁকে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় গ্রেপ্তার করা হয়েছে। প্রসূনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গ্রেপ্তারির আগেও তাঁকে প্রায় সাড়ে চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। 

    পুলিশ জানিয়েছে, জেরার মুখে প্রসুন স্বীকার করে নিয়েছেন, তার নিজের ছোট কন্যা-সহ বাড়ির দুই বউকে তিনিই হত্যা করেছেন। পূর্বে তাঁর জবানবন্দি নিয়ে ধন্দ্বে ছিল পুলিশ। অবশেষে পুলিশের কাছে দোষ স্বীকার করেছেন তিনি। 

    ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য এখনও পুলিশের কাছে অজানা। বেশ কিছু তথ্যের ভিত্তিতেই আজ ডাক্তারের অনুমতিতে গ্রেফতার করে ট্যংরা থানা পুলিশ। দুই ভাইয়ের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। প্রসূনকে ট্যাংরার বাড়িতে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মান করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার আদালতে পেশ করা হতে পারে প্রসূনকে। 
  • Link to this news (আজকাল)