• একি কাণ্ড! জাতীয় সড়ক ধরে ছুটছে বিশাল বিয়ের মুকুট?....
    ২৪ ঘন্টা | ০৪ মার্চ ২০২৫
  • প্রদ্যুত্ দাস: বিয়ের টোপর বা মুকুট শলা দিয়ে তৈরি হলেও বিয়ের টোপর অনেক ভারী। এমনটাই মনে করা হয়। আসলে বিয়ের পর পুরুষকে বাড়তি দায়িত্ব নিতে হয় সংসারের। যার জন্যই বলা হয় বিয়ের টোপর অনেক ভারী। তবে সেই ভারী টোপরের দেখা মিলল এবার জাতীয় সড়কে।

    জলপাইগুড়ির জাতীয় সড়কে দেখতে পাওয়া গেল বিশালাকার এক বিয়ের টোপরের। হাতে বা কারও মাথায় নয়, রীতিমতো ভুটভুটি গাড়িতে করে সেই টোপর নিয়ে যাওয়া হচ্ছে রাস্তা ধরে। যা দেখে রীতিমতো অবাক পথচলতি মানুষজন।

    ওই বিশাল টোপর কার মাথায় পরানো হবে তা নিয়ে কানাঘুষা চলছিল। আবার কেউ টোপর দেখে হেসেই কুল পাচ্ছে না। কৌতূহল মেটাতে শেষপর্যন্ত ভুটভুটিকে থামাল কয়েকজন। জানতে চাওয়া হল ওই বেঢপ টোপরের রহস্যটা কী?


     


    জানা গেল ময়নাগুড়ি ব্লকের হুসলু ডাঙ্গা থেকে ৩১ নম্বর জাতীয় সড়ক হয়ে রাজগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে টোপরটি। একটি বিয়ে বাড়ি থেকে আরেক বিয়ে বাড়ি যাচ্ছে সেটি।  আরো জানা গেল এর আগে আরো দুটি বিয়েতে এই মুকুটটি বিয়ের প্যান্ডেলে লাগানো হয়েছিল। রাস্তা দিয়ে যাবার সময় প্রত্যক্ষ্যদর্শী প্রদীপ পাল বললেন, বিয়ের মুকুটটি সত্যিই খুব ভারী। তিনি আরও বলেন, বিয়ের মুকুট যে ভারী এই কথাটি বোঝা গেল।

  • Link to this news (২৪ ঘন্টা)