বরুণ সেনগুপ্ত: সোদপুর স্টেশন এলাকায় তুলকালাম! বাথরুমের ভিতরে ঢুকে নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ভিন রাজ্যের যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সোদপুর স্টেশন সংলগ্ন এলাকায়। অভিযুক্ত 'বহিরাগত' যুবককে গনপিটুনি স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিস।
নিমতা ফতুল্লাপুর থেকে সোদপুর স্টেশনের উদ্দেশে আসছিল বছর ১৭-র ওই নাবালিকা ও তার দাদা। হঠাৎ-ই সেই নাবালিকা অসুস্থ বোধ করায় তাকে তার দাদা সোদপুর রেলস্টেশনের কাছে একটি সুলভ শৌচালয়ে নিয়ে যায়। বোনকে স্নান করতে বলে, দাদা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। অভিযোগ সেই সুযোগে ভিন রাজ্যের এক যুবক ওই সুলভ শৌচালয়ের ভিতরে ঢুকে ওই নাবালিকার শ্লীলতাহানি করার চেষ্টা করে।
নাবালিকার চিৎকার শুনে ছুটে আসেন এলাকার স্থানীয় মানুষেরা। তারপরই তাঁরা সেই যুবককে ধরে গণপিটুনি দেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোদপুর রেলস্টেশন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিস। পুলিস এসে স্থানীয়দের হাতে 'আটক' ভিন রাজ্যের তথা 'বহিরাগত' অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিস।