জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঘোষণা করেছিলেন আগেই। এ রাজ্যে বিনিয়োগ প্রস্তাব রূপায়ণে এবার সিনার্জির পোর্টাল চালু করলেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কড়া বার্তা, 'লাল ফিতের বাঁধন আমাদের খুলতেই হবে। সরকারি স্তরে কোনও অবহেলা বরদাস্ত করা হবে না'।
বৈঠকে সাংবাদিক সম্মেলনে মুখ্য়মন্ত্রী জানান, 'প্রতি পনেরো দিন অন্তর এই কমিটি বৈঠক করবে। আগামী তিন দিনের মধ্যে জেলাতেও জেলাশাসকের নেতৃত্বে এই ধরনের কমিটি গঠন করে দেওয়া হবে, যাতে জেলা স্তরে বিনিয়োগের প্রস্তাবগুলোও সিরিয়াসলি দেখা হয়। সিনার্জির পোর্টাল আজকে চালু করা হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে বিনিয়োগকারিরা বা কারও কোনও উপদেশ থাকলে বা কোনো কিছু বলার থাকলে বলতে পারবেন'।
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'ক্ষুদ্র ও মাঝারি শিল্প কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা বড় শিল্প হলে হয়তো এক জায়গায় অনেক মানুষের কাজের সুযোগ হয়, কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে জায়গায় জায়গায় অনেক বেশি কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়'। নির্দেশ দিলেন, 'অনেক সময় নিচের তলায় অনেকে ফাইল ফেলে রেখে দেয়। এটা হবে না। সময় বেঁধে সমাধান করতে হবে। স্ট্রিম লাইন অ্যাপ্রুভাল জমি,পরিবেশ, ফায়ার দফতরের অনুমোদন করতে হবে। একসঙ্গে বসে বিভিন্ন দফতরের মধ্যে কথা বললে অনেক কাজ হয়ে যায়। এসবের মধ্যে আমি কোনো অন্য কথা শুনব না। টাইমলি অ্যাপ্রুভাল ও এক মাসের মধ্যে ক্লিয়ারেন্স দিতে হবে। যে দেরি করবেন তাঁকে কিন্তু পস্তাতে হবে'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News