• যাদবপুরে এবার গেরুয়া তাণ্ডব! মুখোমুখি ABVP-SFI, তুলকালাম কাণ্ড...
    ২৪ ঘন্টা | ০৪ মার্চ ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিডিটাল ব্যুরো: যাদবপুরে এবার গেরুয়া তাণ্ডব! শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে ঢুকে পড়ল বিজেপির ছাত্র সংগঠন। খুলে ফেলা হল SFI-র পতাকা, ব্যানার ফেস্টুন। রণক্ষেত্রের চেহারা নিল বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেল পুলিস।

    যাদবপুর কাণ্ডে উত্তাল বঙ্গ রাজনীতি। শিক্ষামন্ত্রীর পদত্য়াগের দাবিতে পথে বামেরা। SFI-র ছাত্র ধর্মঘটে আজ, সোমবার দিনভর অশান্তি চলল গোটা রাজ্যে। আর সন্ধ্যা গড়াতেই SFI-ABVP-র বাকবিতণ্ডা, হাতাহাতিতে রণক্ষেত্রে চেহারা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।

    ঘড়িতে তখন সাড়ে ছয়টা। সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে গোলপার্ক থেকে মিছিল করে যাদবপুরের ৮ বি বাসস্ট্যান্ডে এসে পৌঁছয় ABVP-র সদস্যরা। এরপর চার নম্বর গেট দিয়ে যখন ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন, তখন তাঁদের বাঁধা দেয় SFI সমর্থকরা। এরপর শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। শেষে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে দুই ছাত্র সংগঠনের সদস্য়রা। পরিস্থিতি সামাল দিতে গেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী, কিন্তু পারেননি। গেটের বাইরে SFI-র পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলেন এক ABVP সদস্য।

    এদিকে যাদবপুরকাণ্ডে জল গড়াল হাইকোর্টে। পুলিসের অতিসক্রিয়তার অভিযোগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করলেন যাদবপুরের পড়ুয়াদেরই একাংশ। যাদবপুর কাণ্ডে এখনও পর্যন্ত ৭ FIR দায়ের করেছে পুলিস। মামলাকারীদের অভিযোগ, সেই FIR-র সূত্র ঘরে প্রত্যেক পড়ুয়া  মেসে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে। তাঁদের হেনস্থা করা হচ্ছে। আগামীকাল, মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা।

    Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

  • Link to this news (২৪ ঘন্টা)