• ভোটার তালিকায় ভূত মানছে বিজেপিও! তৃণমূলের বিরুদ্ধে দক্ষিণ কলকাতা থেকে শুরু পালটা কর্মসূচি
    প্রতিদিন | ০৪ মার্চ ২০২৫
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: ভোটার তালিকায় ‘ভূতুড়ে’ ভোটার ধরতে নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় হাতে ব্লকে ব্লকে ‘ভূতুড়ে’ ভোটার খুঁজতে নেমেছেন তৃণমূল নেতা-কর্মীরা। ঘাসফুল শিবিরের ‘ভুয়ো’ ভোটারের অভিযোগ মানছে না বিজেপি। তারপরেও তলে তলে পালটা কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির, এমনই সূত্রের খবর।

    সূত্রের খবর, দক্ষিণ কলকাতার একাধিক বিধানসভার ভোটার তালিকায় স্ত্রুটিনি করছে বিজেপি। পাশাপাশি আবার বার্তাও দেওয়া হয়েছে, নতুন কেউ যদি ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে বাধার মুখে পড়েন, কিংবা দেখতে পান, তালিকা থেকে নাম বাতিল হয়েছে, তাহলে বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ খটিকের নম্বরও দেওয়া হয়েছে। বলা হচ্ছে, ভোটার তালিকায় গণ্ডগোল দেখলেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিজেপির আশঙ্কা, তৃণমূল ‘ভূতুড়ে’ ভোটারের নাম বাতিলের নামে বিজেপির ভোটার, নেতা-কর্মীদের নাম বাতিল করতে পারে। তাই গোপনে গোপনে শনিবার থেকে এই কর্মসূচি শুরু করেছে বিজেপি।

    দলীয় কর্মসূচি নিলেও তৃণমূলের ‘ভূতুড়ে’ ভোটারের অভিযোগ মানতে নারাজ বিজেপি। যা দেখে রাজনৈতিক পর্যবেক্ষক মহল বলছে, প্রকাশ্যে বিরোধিতা করতে হয় বলে বিরোধিতা করছে বিজেপি। কিন্তু তারা নিজেরাও জানে ভোটার তালিকায় কারচুপি হয়েছে। সেই কারচুপি ঢাকতেই এবার পালটা কর্মসূচি গেরুয়া শিবিরের।
  • Link to this news (প্রতিদিন)