• প্রথম পরীক্ষা দিয়ে বিয়ের পিঁড়িতে একাদশের ছাত্রী! মেহেন্দির সময় বাড়ি গেল পুলিশ, হইহই ডেবরায়
    আনন্দবাজার | ০৪ মার্চ ২০২৫
  • একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। সোমবার প্রথমপত্রের পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল নাবালিকা পরীক্ষার্থী। খবর পেয়ে বিয়ের মণ্ডপ থেকে নাবালিকা উদ্ধার করল প্রশাসন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকে।

    প্রশাসন সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় বিডিও অফিসে খবর যায়, একাদশ শ্রেণির এক ছাত্রীর বিয়ে দিচ্ছে পরিবার। কিন্তু ছাত্রীটির বিয়ের বয়স হয়নি। সোমবারই সে বার্ষিক পরীক্ষা দিয়েছে। খোঁজখবর করে ওই খবর সম্পর্কে নিশ্চিত হন বিডিও। তিনি ‘কনে’র বাড়িতে প্রশাসনের লোকজনকে পাঠান। পুলিশ-প্রশাসনের লোকেরা গিয়ে দেখতে পান, বিয়ের ভোজের তোড়জোড় চলছে। আর নাবালিকা কনের হাতে তখন মেহন্দি পরানো হচ্ছে। সঙ্গে সঙ্গে পাত্রীর অভিভাবকদের ডেকে পাঠায় পুলিশ। কনের জন্মের শংসাপত্র এবং অন্যান্য কাগজ দেখতে চাওয়া হয়। সে সব নিয়ে এলে পুলিশ-প্রশাসন নিশ্চিত হয়, মেয়েটি অ-প্রাপ্তবয়স্ক। সঙ্গে সঙ্গে বিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়। শোরগোল শুরু হয়। তবে শেষ পর্যন্ত নাবালিকার পরিবারের কাছ থেকে একটি মুচলেকা লিখিয়ে নিয়ে মেয়েটিকে হোমে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন। আপাতত মেয়েটি বাড়িতেই থাকছে।

    ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ি বলেন, ‘‘মেয়েটিকে বাড়িতেই রাখা হচ্ছে। কারণ, মঙ্গলবারও ওর পরীক্ষা রয়েছে। যাতে ভাল করে ও পরীক্ষা দেয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ওই নাবালিকার বাড়ির আশপাশেও নজরদারি করছে পুলিশ। পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিয়ে হবে না। কারণ, পাত্রীর বয়স ১৮ বছর নয়।’’

    ডেবরার বিডিও প্রিয়ব্রত রাঢ়ি বলেন, ‘‘মেয়েটিকে বাড়িতেই রাখা হচ্ছে। কারণ, মঙ্গলবারও ওর পরীক্ষা রয়েছে। যাতে ভাল করে ও পরীক্ষা দেয়, সেই পরামর্শ দেওয়া হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘ওই নাবালিকার বাড়ির আশপাশেও নজরদারি করছে পুলিশ। পাত্রপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে, এই বিয়ে হবে না। কারণ, পাত্রীর বয়স ১৮ বছর নয়।’’

    পরিবারের দাবি, মাস খানেক আগে এক বার ‘প্রেমিকের’ সঙ্গে পালিয়ে গিয়েছিল মেয়েটি। খোঁজাখুঁজি তাকে উদ্ধার করা হয়েছে। তার পর অন্যত্র পাত্রস্থ করার তোড়জোড় শুরু হয়।

  • Link to this news (আনন্দবাজার)