টিএমসির ২-৩ হাজার লোক যাদবপুরে ঢুকলে…, এসএফআইকে হুঁশিয়ারি সৌগতর
হিন্দুস্তান টাইমস | ০৪ মার্চ ২০২৫
যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। এরপর শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর করা হয়। এরপর শিক্ষামন্ত্রীর গাড়ি ধাক্কায় এক ছাত্র আহত হয়েছেন বলেও খবর। এমনটাই দাবি এসএফআইয়ের। তবে ঘটনার পর থেকেই এসএফআইকে নিশানা করে তির ছুঁড়তে শুরু করেছে একের পর এক তৃণমূল নেতা এনিয়ে সুর চড়াতে শুরু করেছেন।
এবার তৃণমূল সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত। না হলে কেউ সমবেদনা দেখাত না। এখানেই শেষ নয়। তৃণমূল নেতা সৌগত রায় বলেন, তৃণমূলের ২-৩ হাজার লোক যাদবপুরে ঢুকলে ওরা কোথায় বাঁচবে?
কার্যত তীব্র হুঁশিয়ারি তৃণমূল নেতার। তবে সোমবার সন্ধ্যায় তৃণমূল অবশ্য় ঢোকেনি যাদবপুরে। এদিন দেখা গেল এবিভিপি জোর করে প্রবেশের চেষ্টা করে যাদবপুরে। এসএফআইয়ের পোস্টার, পতাকা ছিঁড়ে দেয়।
এদিকে যাদবপুর কাণ্ডের পর থেকেই একাধিক রাজনৈতিক দলের মধ্য়ে তরজা একেবারে চরমে উঠেছে। একদিকে এসএফআই চ্যালেঞ্জ ছুঁড়ছে। পালটা দিচ্ছে তৃণমূল। এমনকী খোদ মন্ত্রী অরূপ বিশ্বাসও এনিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। আর এবিভিপি তো একেবারে যাদবপুরের দুয়ারে গিয়ে হাজির।
বাম ছাত্র সংগঠনে দাবি যাদবপুরে ছাত্র ভোটের ব্যবস্থা করতে হবে। সেই দাবিই তারা জানাতে চেয়েছিলেন ব্রাত্য বসুকে। কিন্তু সেকথা তিনি শুনতে চাননি।
তবে যাদবপুরের জল কোনদিকে গড়ায় সেটাই এবার দেখার। ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করেছে যাদবপুর চত্ত্বর। এসএফআই অত সহজে ময়দান ছাড়তে রাজি নয়। বরং যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে পায়ের তলায় মাটি শক্ত করতে মরিয়া এসএফআই। তবে সেটা কতটা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই গিয়েছে।
এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাস সংবাদমাধ্য়মে বলেছিলেন, ওরা তো শূন্য, কিছু আছে ওদের। কয়েকটি বাচ্চা ছেলেকে রাস্তায় নামানো হয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার হাওয়া খুলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীকে আঘাত করা হয়েছে। আমাদের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। এক এসএফআই সমর্থকের আহত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, সবটা বানানো। আমাদের মন্ত্রী আহত হয়েছেন।
তিনি বলেছিলেন, যদি মনে হয় এক মিনিট সময় লাগবে যাদবপুর দখল করতে। তোমরা ছাত্র, গুণ্ডামি তোমরা করো না। যাদবপুরের মানুষ বার বার তোমাদের থাপ্পড় মেরেছে। প্রতিবাদ চলবে। যাদবপুরে গণতন্ত্র ফেরানোর লড়াই চলবে। এত বড় হিম্মত আমাদের শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুর করল। আমাদের আগুন নিয়ে খেলবেন না কমরেড। তবে নেত্রী আমাদের সহনশীল হতে শিখিয়েছেন।