• কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের তারিখ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, দিলেন সতর্কবার্তাও
    হিন্দুস্তান টাইমস | ০৪ মার্চ ২০২৫
  • দক্ষিণ কলকাতার বুকে গড়ে উঠছে কালীঘাট স্কাইওয়াক। আর এখন তা উদ্বোধন করা শুধু সময়ের অপেক্ষা। আজ, সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প বৈঠক থেকে তেমনই বার্তা দিলেন। একেবারে তারিখ ঘোষণা করে দিলেন উদ্বোধন করার। ফলে এখন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন। আগামী ১৪ এপ্রিল কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন হবে বলে সাংবাদিক বৈঠক থেকে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সমস্ত কাজ দেখে নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বাংলা নববর্ষের প্রাক্কালে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন করে দিতে চান মুখ্যমন্ত্রী। কারণ দুটি। এক, দিনটি অত্যন্ত ভাল। দুই, বাংলার মানুষকে এই স্কাইওয়াক উপহার দিতে চান নববর্ষে। নববর্ষের দিন বহু মানুষ এই পীঠস্থানে পুজো দিতে আসেন। হালখাতা হয়। সেদিক দিয়ে দেখতে গেলে কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধনের দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজ শিল্প সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকে করেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্পায়নে গতি আনতে সেখান থেকে একটি বিশেষ পোর্টালের উদ্বোধনও করেন তিনি। ওই বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন হবে।


    আজ আবার মনে করিয়ে দেন দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কথাও। তবে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলায় অমৃতস্নান করতে গিয়ে পদপিষ্টে বহু মানুষের মৃত্যু হয়েছিল। যা বড় খবর হয়ে দাঁড়ায়। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে। যাঁরা গাড়ি নিয়ে যেতে চান তাঁদের বলব ২৮ এপ্রিল দুপুরের মধ্যে পৌঁছে যান। কারণ পরের দুদিন মন্দির সংলগ্ন ৩ থেকে ৪ কিমি রাস্তার মধ্যে কোনও গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না। আমি হাইপ করতে চায় না। যাঁরা যেতে চান ২৮ তারিখের মধ্যে চলে যাবেন। আমি চাই না পদপিষ্ট হোক।’‌

    কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন হয়ে গেলে পুণ্যার্থীরা সহজেই মন্দিরের দ্বারে পৌঁছে যেতে পারবেন। কোনও পান্ডার ঝামেলায় পড়তে হবে না। আবার নীচে থাকছে দোকান। সেখানে নেমে এসে নানা সামগ্রী কিনতে পারবেন। তবে স্কাইওয়াকে চড়ে মন্দিরে পৌঁছনোর পথেই মিলবে পুজোর সামগ্রী। ২০২২ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল কালীঘাট স্কাইওয়াক নির্মাণের কাজ। তবে কালীঘাটের মতো জনবহুল এবং ঘিঞ্জি এলাকায় এই কাজ করা মোটেই সহজ ছিল না। মাটির নীচে থাকা ব্রিটিশ আমলের পাইপলাইন থেকে শুরু করে নিকাশির পাইপ অক্ষত রেখে সংস্কারের কাজ দ্রুত শেষ করা কঠিনই ছিল। নতুন সাজে এখন সেজে উঠেছে কালীঘাট মন্দির। স্কাইওয়াকের কাজও শেষ হয়ে এখন উদ্বোধনের পালা।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)