যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ পূর্ব রেলের। কৃষ্ণনগর-লালগোলা সেকশনে দুটি সীমিত উচ্চতার সাবওয়ে (LHS) নির্মাণ করল রেল। যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে এই সাবওয়ে আগামী দিনে খুবই কার্যকরী হবে বলে মনে করছে রেল।
লেভেল ক্রসিং-এর ঝুঁকি কমিয়ে যাত্রীদের ও ছোট গাড়ির যাতায়াতের সুবিধার জন্যেই এই সাবওয়ে দুটি নির্মাণ করা হলো। দুটি লেভেল ক্রসিং গেটে (১০৫ এবং ১১৬) শিট পাইলিং-এর কাজ একই সঙ্গে সম্পন্ন করা হয়েছে। সীমিত উচ্চতার সাবওয়ে (LHS) মূলত রেলওয়ে ট্র্যাকের নিচে যানবাহন এবং পথচারীদের জন্য নিরাপদ যাত্রার নিশ্চয়তা প্রদান করে।
উল্লেখ্য, সীমিত উচ্চতার সাবওয়ে নির্মাণের জন্য সাড়ে ৬ ঘণ্টার ট্রাফিক এবং পাওয়ার ব্লক করা হয়। কৃষ্ণনগর – লালগোলা আপ ৩১৮৬১/ ডাউন ৩১৮৬৪, লালগোলা – শিয়ালদহ ডাউন ৫৩১৭৮/ ৫৩১৭৫ ট্রেনগুলি বাতিল করা হয়েছিল।
রেলের তরফে জানানো হয়েছে, লেভেল ক্রসিং তুলে দেওয়ার জন্য ট্রেন চলাচল এখন নিরবচ্ছিন্ন এবং নিরাপদ হতে চলেছে। গেট বন্ধের কারণে যাত্রীদের দুর্ভোগের মধ্যে পড়তে হবে না। স্থানীয় যাত্রীরা এখন রেললাইনের নিচ দিয়ে অবাধে যাতায়াত করতে পারবেন। লেভেল ক্রসিংয়ে অপেক্ষা না করেই দ্রুত যাতায়াত করতে পারবেন। পাশাপাশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও অনেকটাই নির্মূল করা হলো।