• পরীক্ষা কেন্দ্রে অচৈতন্য ছাত্রীর চিকিৎসায় গাফিলতির অভিযোগ
    বর্তমান | ০৪ মার্চ ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, বীরভূম: উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বীরভূমে অব্যবস্থার ছবি সামনে এল। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে প্রায় আধঘণ্টা এক পরীক্ষার্থী অচৈতন্য হয়ে পড়ে থাকলেও তার প্রাথমিক চিকিত্সার ব্যবস্থা করা হয়নি। ঘটনাটি জেলার বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের। এই ঘটনায় অভিভাবকমহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। অন্যদিকে, প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের একটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জেলার এক পরীক্ষার্থীর পরীক্ষার বন্দোবস্ত করা হয়। এছাড়াও এদিন আরও এক পরীক্ষার্থী সিক রুমে বসে পরীক্ষা দিয়েছে। তবে, প্রথম দিনের পরীক্ষায় প্রশ্ন ফাঁস কিংবা টুকলির ঘটনা সামনে আসেনি। স্বাভাবিকভাবেই জেলার প্রশাসনিক কর্তারা অনেকটাই স্বস্তিতে। জেলার উচ্চ মাধ্যমিকের যুগ্ম আহ্বায়ক অভিজিত্ নন্দন বলেন, সুষ্ঠুভাবেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। 


    প্রথম দিন বাংলা পরীক্ষা দিতে গিয়ে বেড়গ্রাম পল্লি সেবানিকেতন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী যশস্বীনী শ্রেয়া দত্ত আচমকাই অসুস্থ হয়ে পড়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পরই সে অচৈতন্য হয়ে পড়ে। অভিযোগ, প্রায় আধঘণ্টা অচৈতন্য হয়ে থাকলেও তার চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। অবশেষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুর স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে ওই ছাত্রীকে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে বোলপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে। সেখানেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। তবে, বারবার জ্ঞান হারানোয় শ্রেয়া পরীক্ষা সম্পূর্ণ করতে পারেনি।


    অন্যদিকে আলবাঁধা উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাজল মাহারা অসুস্থতার কারণে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক প্রাথমিক কেন্দ্রে চিকিত্সাধীন ছিল। এদিন সেখানেই তার পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল। অন্যদিকে, নলহাটির তেজহাটি যশবন্ত হাইস্কুলের ছাত্রী নাফিসা খাতুন এদিন ভোরে অ্যাপেনডিক্সের যন্ত্রণা নিয়ে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। অসুস্থতার কারণে ওই পরীক্ষার্থীও হাসপাতালের বেডেই পরীক্ষা দিয়েছে। অন্যদিকে, নলহাটি-২ ব্লকের ছাত্রী রীনা মণ্ডল রবিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাকে পাশ্ববর্তী মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিপিএইচ঩সিতে ভর্তি করা হয়। 


    এই ছাত্রীও সেখান থেকে পরীক্ষা দেয়।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)