চলতি সপ্তাহেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। তবে তার আগে সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আপাতত দুই বঙ্গেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
এখনও ভোর এবং সন্ধ্যায় বেশ মনোরম আবহাওয়া। হাড় কাঁপানো ঠান্ডা না থাকলেও অস্বস্তিকর গরমও নেই। দিন এবং রাতের তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি। কিন্তু ফের কি মতি বদলাবে আবহাওয়া? বাড়বে তাপমাত্রার পারদ?
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহান্তে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ, মার্চেই তীব্র গরমে ভোগান্তি বাড়বে আম জনতার। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.১ ডিগ্রি কম এবং মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ দিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ।
অন্যদিকে, উত্তরবঙ্গে আবহাওয়ার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। পার্বত্য এলাকায় দু’এক জায়গায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।