• মিটেছে ভিসা-সমস্যা, সায়নীর এ বার লক্ষ্য জিব্রাল্টার প্রণালী
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • এই সময়, কালনা: হাতে মাত্র এক মাস সময়। লক্ষ্য, জিব্রাল্টার প্রণালী পার হয়ে ষষ্ঠসিন্ধু জয়ের মুকুট মাথায় তোলা। কিন্তু তীরে এসে তরী ডোবার মতোই ভিসা সমস্যার মুখোমুখি হয়েছিলেন পূর্ব বর্ধমানের কালনার সাঁতারু সায়নী দাস। বাতিল হয়ে যায় তাঁর ভিসা। তবে ছোটাছুটি করে শনিবার সেই ভিসা মিলেছে। আগামী ৫ এপ্রিল রওনা হচ্ছেন জিব্রাল্টার প্রণালী পার হওয়ার জন্য। ১৩ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে যে কোনও দিন জিব্রাল্টার পার হওয়ার জন্য জলে নামবেন সায়নী।

    কালনায় ভাগীরথীতে পুরোদমে চলছে অনুশীলন। ওজনও কমিয়ে ফেলেছেন ছয় কেজির মতো। তারই ফাঁকে সায়নী বলেন, ‘ভিসা বাতিল হয়ে যাওয়ায় খুব টেনশনে পড়ে গিয়েছিলাম। নতুন করে আবেদনের পর শনিবার ভিসা পেয়েছি। এই ক’দিন দেড় ঘণ্টা করে অনুশীলন করছিলাম। মঙ্গলবার থেকে তিন ঘণ্টা করে অনুশীলন করব।’কালনা শহরের বারুইপাড়ার বাসিন্দা সায়নী ইতিমধ্যেই সপ্তসিন্ধুর পঞ্চসিন্ধু জয় করেছেন। ২০১৭ সালে প্রথম পার হন ইংলিশ চ্যানেল। তার পর ক্যাটালিনা চ্যানেল, মলোকাই চ্যানেল, কুক প্রণালী ও নর্থ চ্যানেল জয়ের পালক যোগ হয় মুকুটে।

    গত বছরই কুক প্রণালী ও নর্থ চ্যানেল দু’টি জয় করেছেন। এর পাশাপাশি তিনি এর আগে রটনেস্ট চ্যানেলও পার হয়েছেন। যদিও তা সপ্তসিন্ধুর মধ্যে পড়ে না। সায়নী এশিয়ার প্রথম মহিলা যিনি সপ্তসিন্ধুর পাঁচটি চ্যানেল জয় করেছেন। আবার তিনিই ভারতের প্রথম কোনও মহিলা যিনি নর্থ চ্যানেল জয় করেছেন। সম্প্রতি ওয়াটার অ্যাডভেঞ্চারে অভূতপূর্ব অবদানের জন্য তেনজিং নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড পেয়েছেন সায়নী।

    সায়নীর কোচ বাবা রাধেশ্যাম দাস বলেন, ‘জিব্রাল্টার জয় হলে সপ্তসিন্ধুর মধ্যে সুগারু চ্যানেল জয় বাকি থাকবে। তবে সুগারু চ্যানেলের জন্য কর্তৃপক্ষ প্রতি বছর চার জন সাঁতারুকে নামার অনুমতি দিচ্ছেন। জিব্রাল্টারের পর সায়নীকে ন্যাশনাল ইন্সটিটউট অফ স্পোর্টসে ভর্তি করা হবে। এটি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অ্যাকাডেমিক উইং। তার পর সায়নী নিজের মতো করে সুগারু চ্যানেল পার হওয়ার প্রস্তুতি নেবে।’

  • Link to this news (এই সময়)