শিলিগুড়ির বেসরকারি সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেটের ১৬টি ব্যাচ ‘প্রত্যাশিত গুণমানের নয়’ (নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি)। কেন্দ্রীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও )-র রিপোর্টে উঠে এসেছে এমনটাই।
সিডিএসসিও ১৪৫টি ওষুধের ব্যাচকে জানুয়ারি মাসে প্রত্যাশিত গুণমানের নয় বলে চিহ্নিত করেছে। সেই তালিকাতে রয়েছে শিলিগুড়ির সংস্থা ‘ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যালস’-এর রিঙ্গার্স ল্যাকটেট (স্যালাইন)-এর নামও। এই রিঙ্গার্স ল্যাকটেট (স্যালাইন)-এর ১৬টি ব্যাচ জীবাণুমুক্ত নয় বলে জানা গিয়েছে দুটি পরীক্ষায়।
পরীক্ষা হওয়া ১৪৫টি ওষুধের মধ্যে ৯৩টি ওষুধকে ‘প্রত্যাশিত গুণমানের নয়’ বলে চিহ্নিত করা হয়েছে বিভিন্ন রাজ্যের ল্যাবে। এছাড়াও ৫২টি ওষুধকে ‘প্রত্যাশিত গুণমানের নয়’ বলে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রের বিভিন্ন ল্যাবে। এর মধ্যে রয়েছে টেলমা এএম (ব্যাচ নম্বর ৫২৪০৩৬৭) ও অন্ডেম-৪ (ব্যাচ নম্বর ২৪৪৪১৪৫১)। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে তাদের গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন সিডিএসসিও-র আধিকারিকরা। যে সমস্ত ব্যাচের ওষুধের নমুনা পরীক্ষা করা হয়, তার গুণগত মান ঠিক রয়েছে কি না তা বিস্তারিত খতিয়ে দেখা হয়। তাতেই এই তথ্য সামনে এসেছে। শুধুমাত্র এই ব্যাচের গুণমানের ক্ষেত্রেই সংশ্লিষ্ট রিপোর্ট প্রযোজ্য। তা এড়িয়ে গেলে সংশ্লিষ্ট সংস্থার অন্যান্য ব্যাচের ওষুধগুলির ক্ষেত্রে কোনও সমস্যা থাকে না বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।