রাজ্যে শিল্পোন্নয়নে গতি বাড়াতে সোমবার নবান্নে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর এই প্রথম কোনও শিল্প বৈঠক করলেন তিনি। এই বৈঠক থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের উপর জোর দেওয়ার কথা বলেছেন মমতা। পাশাপাশি তাঁর স্পষ্ট বার্তা, উন্নয়নের ক্ষেত্রে কোনও দেরি বা কাজে ঢিলেমি বরদাস্ত করা হবে না। কোনও ফাইল আটকে থাকলে দ্রুত সেই সমস্যা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। ফাইল অনুমোদনের ক্ষেত্রে অনেক সময়ই অনৈতিক লেনদেনের অভিযোগ সামনে আসে। এই ধরনের কোনও অভিযোগ সামনে এলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কাজে স্বচ্ছতা আনতে প্রশাসনিক স্তরে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনের পরই বহু শিল্পপতি বাংলায় লগ্নি করার ইচ্ছা প্রকাশ করেছেন। সম্মেলনের পরই মমতা নির্দেশ দিয়েছিলেন, বাংলায় লগ্নির ক্ষেত্রে যেন শিল্পপতিদের কোনও সমস্যার সম্মুখীন হতে না হয়। এই নির্দেশ যে শুধু কথার কথা নয় তা প্রমাণ করলেন মমতা। সোমবার বিকেলে নবান্নে শিল্প বৈঠক করে এই সংক্রান্ত একাধিক নির্দেশ দিয়েছেন তিনি। সেখানেই স্টেট লেভেল সিনার্জি কমিটি তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই কমিটি রাজ্যে শিল্পসংক্রান্ত কাজগুলির দ্রুত নিষ্পত্তি করবে। প্রতি ৪ সপ্তাহ অন্তর বৈঠকে বসবে এই কমিটি। এছাড়াও জেলায় জেলায় কো অর্ডিনেশন কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, বসতি ফাঁকা করে বিল্ডিং করা যাবে না। শিল্পের জন্য মূলত ফাঁকা জমি ব্যবহার করতে হবে।
বাংলায় শিল্পের উন্নয়নে কোনও গড়িমসি বরদাস্ত করা হবে না, বৈঠক থেকে এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। দীর্ঘদিন ধরেই শিল্প সংক্রান্ত বহু ফাইল আটকে রয়েছে। এই কারণে গতি পাচ্ছে না ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এই সব সমস্যা সমাধান করতে আধিকারিকদের আরও বেশি করে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
শিল্পসংক্রান্ত সমস্ত নথিপত্র ও ফাইল অনুমোদনের প্রক্রিয়া অনলাইন পদ্ধতিতে সম্পন্ন করার করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এর ফলে ফাইল সংক্রান্ত সমস্যা এড়ানো সম্ভব হবে। পাশাপাশি দুর্নীতির সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। মমতার মতে, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যাবে। প্রাথমিক কাজে গতি এলে শিল্পপতিরা আরও বেশি করে বিনিয়োগে আগ্রহী হবে বলে ধারণা মমতার। রাজ্যে পরিকাঠামোগত উন্নয়ন, দ্রুত অনুমোদন ও প্রশাসনিক কাজকর্মে গতি আনতে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে নির্দেশ দিয়েছেন তিনি।