অয়ন ঘোষাল: দক্ষিণবঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ।
সপ্তাহের মাঝে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহে কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস আর জেলায় জেলায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।
সিস্টেম
একটি ঘূর্ণাবর্ত মালদ্বীপ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা রয়েছে লাক্ষাদ্বীপ পর্যন্ত। আসামে রয়েছে আরো একটি ঘূর্ণাবর্ত।
দক্ষিণবঙ্গে
দিন ও রাতের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের প্রায় কাছাকাছি। সকালে হালকা কুয়াশা উপকূলের জেলায়। আপাতত পরিষ্কার আকাশ। আগামী ৪/৫ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরে এবং সন্ধ্যার পর মনোরম আবহাওয়া। দিনের বেলায় উষ্ণতা এবং আর্দ্রতা বাড়বে। রাতে সামান্য অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
আগামী ঘণ্টায় তাপমাত্রার সেভাবে পরিবর্তন নেই। সপ্তাহের মাঝে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে ফের তাপমাত্রা বাড়বে। এ সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ ৩৩ বা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে এবং জেলায় জেলায় সর্বোচ্চ ৩৬ বা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে তাপমাত্রার ছুঁতে পারে। অর্থাৎ মার্চেই তীব্র গরমের পরশ পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। পরিষ্কার আকাশ। পার্বত্য এলাকায় দু এক জায়গায় খুব হালকা কুয়াশা। তাপমাত্রায় বড়সড় পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিন।
কলকাতা
স্বাভাবিকের সামান্য ওপরে রাতের তাপমাত্রা। স্বাভাবিকের প্রায় কাছাকাছি দিনের তাপমাত্রা। পরিষ্কার আকাশ। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।আগামী কয়েকদিনে তাপমাত্রা ওঠানামা করতে পারে। সপ্তাহের মাঝে সামান্য কমলেও উইকেন্ডে ফের বাড়বে তাপমাত্রা।
কলকাতার তাপমান
রাতের তাপমাত্রা ২৪.৪ থেকে ২ ডিগ্রি কমে ২২.৭ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টি জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকায়। কর্ণাটক উপকূল সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের সম্ভাবনা। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কোঙ্কন এবং গোয়াতে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News