• ঝাড়গ্রামে পারিবারিক কারণে কুড়ুলের কোপে বউদিকে 'খুন', গ্রেপ্তার যুবক
    প্রতিদিন | ০৪ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়হিম করা ঘটনা। পারিবারিক বিবাদের জেরে বউদিকে খুন করল যুবক। ঘটনায় আরও তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। মৃতার নাম রাধারানি পাত্র (৫৫)। পুলিশ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম রঞ্জিত সাধু।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই ওই পরিবারে কোনও বিষয়কে কেন্দ্র করে বিবাদ চলছিল। সোমবার রাতে সেই বিবাদ চরমে ওঠে। গভীর রাতে কুড়ুল নিয়ে হামলা চালায় ওই যুবক। বউদি রাধারানিকে কুড়ুল দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই মারা যায় ওই মহিলা। তাঁকে বাঁচাতে এসেছিলেন মেয়ে অঞ্জলি দাস পাত্র ও এক আত্মীয় জয়িতা পাত্র। সঙ্গে ছিলেন আরেক প্রতিবেশী চম্পা সবর। অভিযুক্ত রঞ্জিত সাধু তাঁদের উপরেও কুড়ুল নিয়ে হামলা চালায়। হামলায় গুরুতর জখম হয়েছেন ওই তিনজন। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

    খবর পেয়ে রাতেই ওই এলাকায় অ্যাডিশনাল এসপির নেতৃত্বে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। রাতেই গ্রেপ্তার করা হয় ওই যুবককে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কিন্তু কী কারণ এই হামলা? সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। পুলিশ ধৃতকে জেরা শুরু করেছে। এলাকাতেও মঙ্গলবার সকাল থেকে পুলিশ মোতায়েন রয়েছে।
  • Link to this news (প্রতিদিন)