নিরুফা খাতুন: মাঝ ফাগুনে বঙ্গের আবহাওয়া বেশ ভেলকি দেখাচ্ছে! চারপাশে বসন্তের পরিবেশ। ‘সকালবেলার রোদ্দুর’ জানান দিচ্ছে, গ্রীষ্মের পা মাটিতে পড়ল বলে! আর সন্ধ্যার আবহাওয়ায় দারুণ আরামদায়ক ভাব। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, চলতি সপ্তাহে তাপমাত্রার পারদ ওঠানামা করবে। সেই পূর্বাভাসই সত্যি হল। দিনে ও রাতের তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে। আগামী দুদিনে তা আরও কমার সম্ভাবনা। তবে সপ্তাহান্তে ফের চড়বে তাপমাত্রা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে পারে আগামী ৯ মার্চ, রবিবার। অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে মালদ্বীপ সংলগ্ন এলাকায়। এই ত্রিফলা প্রভাবে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় ঘনঘন পরিবর্তন দেখা যেতে পারে। ফের তাপমাত্রা ওঠানামা করবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। তবে উত্তরবঙ্গে দার্জিলিং-সহ সপ্তাহান্তে পার্বত্য চার জেলায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় খুব একটা বড়সড় পরিবর্তন নেই।
আবহবিদদের পূর্বাভাস, আগামী দুদিনে আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে দক্ষিণবঙ্গের পারদ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তবে দিনের তাপমাত্রা কোথাও কোথাও সামান্য নেমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস। আজ, মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৭ ডিগ্রি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩২ থেকে ৮৯ শতাংশ।
এদিকে উত্তরবঙ্গে এই বসন্তেও বৃষ্টির পূর্বাভাস। মঙ্গল ও বুধবার দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বুধে দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। শুক্র, শনি ও রবি অর্থাৎ সপ্তাহান্তের তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়। বৃষ্টির পরিমাণ বাড়বে শনিবার। চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না আগামী ৪ থেকে ৫ দিন। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।