• শিক্ষামন্ত্রী ফোন করে দুঃখপ্রকাশ করেছেন, জানালেন ইন্দ্রানুজের বাবা
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • ইন্দ্রানুজ রায়ের বাবাকে ফোন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। গাড়ির চাকার তলায় ইন্দ্রানুজের আহত হওয়ার ঘটনায় ফোন করে তিনি দুঃখপ্রকাশ করেন বলে জানিয়েছেন আহত ছাত্রের বাবা অমিত রায়। তিনি জানান, ফোনে শিক্ষামন্ত্রী তাঁকে জানান, এই ঘটনায় শিক্ষামন্ত্রী ও তাঁর স্ত্রী, দু’জনেই খুবই দুঃখিত।

    অমিত রায় জানান, শিক্ষামন্ত্রী ফোনে তাঁকে বলেন, ‘আপনার স্ত্রীকে জানাবেন, যা ঘটেছে, তা আমাদের কাছেও একেবারেই কাঙ্খিত ছিল না।’ ইন্দ্রানুজের বাবাও শিক্ষাকর্মী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ আধিকারিক পদে রয়েছেন তিনি।

    ব্রাত্য বসুর ফোন পেয়ে সন্তোষ প্রকাশ করলেও অমিত রায় পাল্টা শিক্ষামন্ত্রীকে জানান, তিনি নিজেও শিক্ষাজগতের সঙ্গে জড়িত। ছেলের ভবিষ্যৎটাই পড়ে রয়েছে। এই অবস্থায় ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি যদি প্রত্যাহার করে নেন, তা হলে খুব ভালো হয়। তাঁর বাবার বক্তব্য, এমন একাধিক অভিযোগ ইন্দ্রানুজের বিরুদ্ধে করা হয়েছে, যা ভিত্তিহীন। শিক্ষামন্ত্রী বিষয়টি ভেবে দেখার কথাও বলেছেন। একই সঙ্গে ব্রাত্য বসু জানান, ইন্দ্রানুজ বাড়ি ফিরে এলে তাঁর সঙ্গেও ফোনে কথা বলবেন তিনি।

    প্রসঙ্গত, গত শনিবার ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার সম্মেলন ঘিরে তুলকালাম ঘটনা ঘটে। ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে সামনে রেখে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়ির কাচ ভাঙার মতো ঘটনা ঘটে। একই সঙ্গে ব্রাত্যর কনভয়ে থাকা একটি গাড়িতে ইন্দ্রানুজ রায় নামে প্রথম বর্ষের ওই ছাত্রের রক্তাক্ত হওয়ার অভিযোগও ওঠে।

    প্রথম থেকেই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন ব্রাত্য। বার বারই বলেন, এটা কখনওই কাঙ্খিত নয়। তবে একই সঙ্গে জানিয়েছিলেন, ওই ছাত্ররা সে দিন এক সঙ্গে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। ৪০-৫০ জনের ডেপুটেশন একসঙ্গে এ ভাবে প্রকাশ্যে নেওয়াও সম্ভব ছিল না। কারণ, এত ভিড়ে ডেপুটেশন নেওয়া হতো না, হইচই হতো।

  • Link to this news (এই সময়)