• বারবার বয়ান বদল, পানাগড় দুর্ঘটনায় এ বার গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • বারবার বয়ান বদল করছিলেন তিনি। গত ২৪ ফেব্রুয়ারি পানাগড়ে গাড়ি উল্টে হুগলির নৃত্যশিল্পী সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় এ বার তাঁর গাড়ি চালক রাজদেও শর্মাকে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার ভোর রাতে তাঁকে চন্দননগর থেকে গ্রেপ্তার করে কাঁকসায় নিয়ে যাওয়া হয়। এ দিনই তাঁকে মহকুমা আদালতে তোলা হবে।

    রাজদেওর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৮১ নম্বর (বেপরোয়া গাড়ি চালানো), ১২৫(এ), ১০৫ (অনিচ্ছাকৃত খুনের অভিযোগ), ৩২৪(২) ক্ষতি করা ধারায় মামলা রুজু করা হয়েছে।

    গত ২৪ ফেব্রুয়ারি গাড়ি নিয়ে গয়ায় অনুষ্ঠান করতে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে উল্টে যায় তাঁর গাড়িটি। ঘটনায় মৃত্যু হয় সুতন্দ্রার। তাঁর গাড়ি চালক রাজদেও প্রথমে দাবি করেছিলেন, একটি সাদা এসইউভি ধাওয়া করেছিল সুতন্দ্রাদের। ইভটিজিংও করা হয় এই নৃত্যশিল্পীকে। তাঁকে বাঁচানোর জন্য গাড়ি ছোটান তিনি। সেই সময়েই এই দুর্ঘটনা ঘটে।

    গত শুক্রবার তিনি নতুন করে দাবি করেন, সুতন্দ্রার কথাতেই তিনি গাড়ির গতিবেগ বাড়িয়ে এসইউভিকে ধাওয়া করেছিলেন। একইসঙ্গে তাঁর দাবি ছিল, কোনও ইভটিজিংয়ের ঘটনা ঘটেনি। তাঁর এই বয়ানে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে কেন আগে অন্যরকম বয়ান দিয়েছিলেন রাজদেও, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি। তনুশ্রী দাবি করেছিলেন, ‘কেন সুতন্দ্রার গাড়ি চালক বয়ান বদল করল, তা পুলিশের খতিয়ে দেখা উচিত।’

    ইতিমধ্যেই সাদা এসইউভির চালক বাবলু যাদবকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজদেওয়ের গ্রেপ্তারি এই ঘটনায় নতুন মোড় এনে দিতে পারে, মনে করছেন তদন্তকারীরা।

  • Link to this news (এই সময়)