• ফের ইস্ট-ওয়েস্টে যাত্রী পরিষেবা বন্ধ, গ্রিন লাইনে চলবে না একটিও মেট্রো
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • ফের কলকাতা মেট্রোর গ্রিন লাইনে কাজ। তার জেরে পর পর দু’দিন বন্ধ থাকবে পরিষেবা। আগামী ৮ মার্চ শনিবার ও ৯ মার্চ রবিবার গ্রিন লাইনে কোনও মেট্রো পরিষেবা মিলবে না। ফলে সপ্তাহান্তে এই রুটের যাত্রীদের বিকল্প পথই ভরসা। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একই সঙ্গে জানানো হয়েছে, ৭ মার্চ, শুক্রবার সন্ধ্যা এবং ১০ মার্চ, সোমবার সকালেও আংশিক প্রভাব পড়তে চলেছে পরিষেবায়।

    এই দু’দিন কমিউনিকেশন বেসড্ ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি সিস্টেমের কাজ চলবে। তাই ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রাপথে শনিবার ও রবিবার কোনও মেট্রো চলবে না।

    ৭ মার্চ, শুক্রবার শেষ মেট্রোর সময় বদল:

    ৭ তারিখ শুক্রবার গ্রিন লাইন (১) অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৩ মিনিটে। অন্য দিন যা রাত ৯টা ৩৫-এ ছাড়ে। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টা ৫ মিনিটে। অন্য দিন যা রাত ৯টা ৪০-এ ছাড়ে। গ্রিন লাইন (২) অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটের শেষ মেট্রো রাত ৯টা ৪৫-এর বদলে সন্ধ্যা ৭টায় ছাড়বে।

    ১০ মার্চ, সোমবার প্রথম মেট্রোর সময় বদল:

    গ্রিন লাইন (১) অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহের প্রথম মেট্রো সকাল ৭টা ৫-এর বদলে ছাড়বে সকাল ৮টা ৫-এ। অন্য দিকে শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভের প্রথম মেট্রো ৬টা ৫৫-এর বদলে ৮টা ১৫ মিনিটে ছাড়বে। গ্রিন লাইন (২) অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দানের প্রথম মেট্রো সকাল ৭টার বদলে সকাল ৮টায় ছাড়বে। ব্লু লাইনে পরিষেবা স্বাভাবিকই থাকবে।

    এর আগেও এই লাইনে কাজের জন্য দু দফায় পরিষেবা বন্ধ ছিল। ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ছিল গ্রিন লাইনের মেট্রো পরিষেবা। ফের বন্ধ থাকতে চলেছে সপ্তাহান্তে।

  • Link to this news (এই সময়)