• ইসকন মন্দিরে দুঃসাহসিক চুরি, তদন্তে নবদ্বীপ থানার পুলিশ
    এই সময় | ০৪ মার্চ ২০২৫
  • মায়াপুরের ইসকন মন্দিরে দুঃসাহসিক চুরি। শনিবার মাঝরাতে মন্দির থেকে দু'টি প্রণামী বাক্স চুরি গিয়েছে বলে অভিযোগ। ওই প্রণামী বাক্স চন্দ্রদয় ও রাধামাধব মন্দিরের। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দেড়টা নাগাদ একজনকে মন্দির চত্ত্বরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। সুযোগ বুঝে সে প্রণামী বাক্স দুটি মন্দির থেকে তুলে নিয়ে একটি মহিলা বাথরুমে চলে যায়। সেখানে বাক্সটি ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় ওই ভক্ত। তবে ফেলে রেখে গিয়েছে বেশ কিছু খুচরো পয়সা।

    ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে ঘটনার একটি সিসিটিভি ফুটেজও। অভিযুক্তকে চিহ্নিত করে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত একজন নাবালক এবং তার বাড়ি হাওড়া জেলার পাঁচলা থানা এলাকায়। সে মায়াপুর ইসকনে নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যোগ দিতে এসেছিল। ঘটনায় ইসকনের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের না করা হলেও নবদ্বীপ থানার পুলিশ একটি সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

    ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ‘শনিবার গভীর রাতে কীর্তন শেষ হওয়ার পর এই ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজের উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে পুলিশ। যে এমন কাণ্ড ঘটিয়েছে, আশা করি সে ধরা পড়বে।’

    কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) উত্তম ঘোষ বলেন, ‘ইসকন মন্দির থেকে দু'টি প্রণামী বাক্স চুরি হয়েছে। পুলিশের পক্ষ থেকে সুয়োমোটো মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’

  • Link to this news (এই সময়)