ছাগল ধরতে এসে চিতাবাঘকে আশ্রয় নিতে হল ঠাকুরঘরে, বাড়ি জুড়ে হুলুস্থুল, কী এমন হল জানেন?
আজকাল | ০৪ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: গ্রামে ছাগলছানা ধরতে এসে স্থানীয়দের তাড়া খেয়ে ঠাকুরঘরে ঢুকে পড়ল চিতাবাঘ। ওই ঘটনাকে ঘিরে গ্রামে হুলুস্থুল পড়ে যায়। পরে সেখান থেকে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার-২নং ব্লকের পাতলাখাওয়ার সুকধনের কুঠি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বাড়ির মালিক তরুণ রায় সকালের দিকে ছাগলের বিকট ডাক শুনে গোয়াল ঘরে ঢুকে দেখেন চিতাবাঘ ছাগলের গলা কামড়ে ধরেছে। তা দেখে চিৎকারে শুরু করেন তিনি।
তাঁর চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। আস্তে আস্তে এলাকার লোকজন ভিড় জমাতে শুরু করেন। স্থানীয়দের ভিড় দেখে ছাগল ছানা ছেড়ে ভয়ে চিতাবাঘটি গোয়াল থেকে বেরিয়ে একছুটে ঠাকুরঘরে ঢুকে পড়ে। খবর দেওয়া হয় পুণ্ডিবাড়ি রেঞ্জে। খবর পেয়ে পুণ্ডিবাড়ির পাশাপাশি চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তাঁরা ঠাকুরঘরের চারদিক জাল দিয়ে ঘিরে ফেলেন। ঘুমপাড়ানি গুলিতে চিতাবাঘটিকে কাবু করেন বনকর্মীরা। এরপর চিতাবাঘটিকে উদ্ধার করে জলদাপাড়ায় নিয়ে যাওয়া হয়। হাফ ছেড়ে বাঁচেন বাড়ির মালিক ও প্রতিবেশীরা।
এদিন এবিষয়ে কোচবিহারের এডিএফও বিজনকুমার নাথ বলেছেন, ‘কোচবিহার-২নং ব্লকের পাতলাখাওয়ার সুকধনের কুঠি এলাকায় একটি চিতাবাঘের ঢুকেছে বলে আমাদের কাছে খবর আসে। আমাদের পুণ্ডিবাড়ি, চিলাপাতা ও জলদাপাড়া রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। চিতাবাঘকে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয় এবং উদ্ধার করে জলদাপাড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।’