• ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা, পড়ুয়ার বাবাকে ফোন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর...
    আজকাল | ০৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ১ মার্চ। পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যাদবপুরে। আর সেখানেই উত্তাল হয় পরিস্থিতি। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গেলেই দাবি দাওয়া নিয়ে স্লোগান, আটক, বিক্ষোভ। পরিস্থিতি সামলে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মূল অভিযোগ তারপর থেকেই। অভিযোগ, বিক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে গিয়ে ইন্দ্রানুজ নামের এক পড়ুয়ার উপর দিয়ে চলে গিয়েছে মন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি। 

    তরজা শুরু সেখান থেকেই। তৃণমূল প্রথম থেকেই পয়েন্ট ধরে বোঝাচ্ছে, ব্রাত্যর গাড়ি কখনওই যায়নি ছাত্রের উপর দিয়ে। অন্যদিকে বাম ছাত্র সংগঠন এসএফআই, সিপিএম ব্যস্ত অতি-বাম বলে পরিচিত ইন্দ্রানুজের উপর দিয়ে ব্রাত্যর গাড়ি চলেছে, তা প্রমাণ করতে।

    রাজ্য রাজনীতি গত কয়েকদিনে তা নিয়েই উত্তাল। ইন্দ্রানুজ হাসপাতালে, নিজের বাকি দায়িত্ব সামলাচ্ছেন মন্ত্রী ব্রাত্য বসু। সিপিএম ইন্দ্রানুজের বিষয় সামনে নিয়ে পথে নামছে। এই পরিস্থিতিতে এসব কিছুর বাইরে গিয়ে, রাজ্যের মন্ত্রী, ব্রাত্য বসু ফোন করলেন ইন্দ্রানুজের পরিবারকে। ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন তিনি, দুঃখ প্রকাশ করেছেন। ইন্দ্রানুজের বাবা অমিত রায় জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ফোন করে দুঃখপ্রকাশ করেছেন। ইন্দ্রানুজের দ্রুত আরোগ্য কামনা করেছেন। ইন্দ্রানুজ সুস্থ হলে শিক্ষামন্ত্রী তাঁর সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ইন্দ্রানুজের পরিবার সূত্রে খবর, সোমবার সন্ধেয় ফোন করেছিলেন ব্রাত্য বসু।
  • Link to this news (আজকাল)