• মেট্রো টানা দু'দিন বন্ধ থাকবে, গ্রিন লাইনে টাইম টেবিলেও বদল
    আজ তক | ০৪ মার্চ ২০২৫
  • সপ্তাহান্তে আবারও বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন। পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ৮ মার্চ (শনিবার) ও ৯ মার্চ (রবিবার) পুরোপুরি বন্ধ রাখা হবে ইস্ট-ওয়েস্ট করিডরের (গ্রিন লাইন) মেট্রো পরিষেবা। ফলে এই দু’দিন হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত কোনও মেট্রো চলবে না।

    মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ মার্চ (শুক্রবার) ও ১০ মার্চ (সোমবার) আংশিক প্রভাব পড়বে পরিষেবায়। শুক্রবার সন্ধ্যায় ও সোমবার সকালে নির্ধারিত সময়ের বদলে চলবে প্রথম ও শেষ মেট্রো।

    পরিবর্তিত সময়সূচি:৭ মার্চ, শুক্রবার:

    শিয়ালদা - সল্টলেক সেক্টর ৫: শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৩-এ (সাধারণত ৯:৩৫)
    সল্টলেক সেক্টর ৫ - শিয়ালদা: শেষ মেট্রো সন্ধ্যা ৭:০৫-এ (সাধারণত ৯:৪০)
    এসপ্ল্যানেড → হাওড়া ময়দান: শেষ মেট্রো ৭:০০-তে (সাধারণত ৯:৪৫)

    ১০ মার্চ, সোমবার:

    সল্টলেক সেক্টর ৫ → শিয়ালদা: প্রথম মেট্রো সকাল ৮:০৫-এ (সাধারণত ৭:০৫)
    শিয়ালদা → সল্টলেক সেক্টর ৫: প্রথম মেট্রো সকাল ৮:১৫-তে (সাধারণত ৬:৫৫)
    এসপ্ল্যানেড → হাওড়া ময়দান: প্রথম মেট্রো সকাল ৮:০০-টায় (সাধারণত ৭:০০)
    তবে ব্লু লাইন (দমদম-গড়িয়া রুট) যথারীতি চালু থাকবে।

    আগেও বন্ধ ছিল গ্রিন লাইন
    এর আগে ফেব্রুয়ারি মাসেও ১৩-১৬ ফেব্রুয়ারি এবং ২০-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত পরপর দু’দফায় বন্ধ ছিল গ্রিন লাইনের পরিষেবা। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের কাজের জন্যই এই বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।


     
  • Link to this news (আজ তক)