বিজেপি নেতা ও বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী ইজেডসিসিতে দেওয়া মন্তব্যের মামলায় হাইকোর্ট থেকে স্বস্তি পেলেন। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হওয়া এফআইআরের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। ফলে আপাতত মিঠুনের বিরুদ্ধে কোনও তদন্ত চালাতে পারবে না পুলিশ। আগামী ২০ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, গত বছর নভেম্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে বিজেপির সদস্য সংগ্রহ বৈঠকে ভাষণ দেন মিঠুন। সেই সময় তাঁর কিছু মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে, যা আইনশৃঙ্খলার অবনতির কারণ হতে পারে বলে দাবি করা হয়। এর জেরে বিধাননগর দক্ষিণ থানায় কৌশিক সাহা নামে এক ব্যক্তি এফআইআর দায়ের করেন, যেখানে মিঠুনকে বিএনএস আইনের ৮ ধারায় অভিযুক্ত করা হয়।
এই একই প্রসঙ্গে কলকাতা পুলিশের বউবাজার থানাতেও একটি অভিযোগ দায়ের হয়েছিল। এফআইআর খারিজের দাবিতে মিঠুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। অবশেষে, হাইকোর্টের স্থগিতাদেশের ফলে আপাতত এই মামলায় কিছুটা স্বস্তি পেলেন মিঠুন চক্রবর্তী। তবে আগামী শুনানিতে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে।