বছর ঘুরলেই বিধানসভা ভোট। ইতিমধ্যে দলীয় নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ক্যানিংয়ের রায়বাঘিনী হাই স্কুলের মাঠে ছিল তৃণমূলের সভা। আর সেখান থেকেই ফের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা।
এদিন রাজনৈতিক কর্মী সম্মেলনের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন শওকত। এমনকী বিরোধী দলনেতাকে আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূলের বিধায়ক। প্রসঙ্গত, ক্যানিং থেকে কিছুদিন আগেই কাশ্মীরি জঙ্গি গ্রেফতার হওয়ার ঘটনায় শুভেন্দু অধিকারী শওকত মো্লার নাম জড়িয়েছিলেন এই ঘটনায়। এর পরিপ্রেক্ষিতে আদালতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি মামলা করেন শওকত মোল্লা। এই প্রসঙ্গেই বক্তব্য রাখতে গিয়ে এদিন শওকত মোল্লা শুভেন্দু অধিকারীকে গদ্দার থেকে শুরু করে নানা কদর্য ভাষায় আক্রমণ করেন। শুধু বিরোধী দলনেতা নয়, নাম না করে ভাঙরের ISF-কেও কটাক্ষ করেন তিনি। শওকত বলেন, ধর্মের ভিত্তিতে ভোট করার চেষ্টা করছে বিজেপি ও ISF।
রবিবার এই সভায় শওকত ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক প্রতিমা মণ্ডল, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। এই সভা থেকেই পরেশরাম দাস জানালেন যে বিধানসভা থেকে সর্বোচ্চ লিড পাবেন তাদের পুরস্কার হিসাবে দেওয়া হবে ১ লক্ষ টাকা। একই ভাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্যও পুরস্কার ঘোষণা করেছেন তিনি। এর আগেও বিভিন্ন ভোটে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভোটের বিনিময়ে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে। কখনও সাংসদ শতাব্দী রায়কে বলতে শোনা গিয়েছে, যে অঞ্চলে দল লিড পাবে সেখানে উন্নয়নের কাজ বেশি হবে। তবে এই ধরণের কথা বলার জন্য কখনও কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি তৃণমূল। এবার ভোটের প্রায় ১ বছর আগে থেকে শুরু হয়ে গেল টাকার টোপ দেওয়ার খেলা।