সন্দেশখালিতে সরকারি আধিকারিককে হুমকি তৃণমূল পঞ্চায়েত প্রধানের
দৈনিক স্টেটসম্যান | ০৪ মার্চ ২০২৫
ফের অশান্তি সন্দেশখালিতে। এবার পঞ্চায়েত অফিসের বৈঠকে সরকারি আধিকারিককে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ বেড়মজুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা হাজি সিদ্দিক মোল্লা নির্মাণ সহায়ককে হুমকি দেন বলে অভিযোগ। প্রশাসনের তরফে সন্দেশখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হাজি সিদ্দিক মোল্লাকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বেড়মজুর এলাকায় মিছিল করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও কর্মীরা। পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা বলেন, পুরোটাই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে।
ভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তোলাবাজি, পার্টি অফিস উদ্বোধনের নামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক-সহ একাধিক সাংসদ-বিধায়কের নাম দিয়ে ভুয়ো আমন্ত্রণ পত্র ছাপানো-সহ একাধিক অভিযোগ উঠেছিল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাজি সিদ্দিক মোল্লার দুর্নীতি নিয়ে অনেক দিন ধরেই সরব হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই অভিযোগের তদন্ত করতেই পঞ্চায়েত অফিসে এসেছিলেন নির্মাণ সহায়ক। তখনই তাঁকে কটূক্তি করে হুমকি দেওয়া হয়। তৃণমূলেরই ব্লক সভাপতি হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন।
তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য বলেন, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সেই ব্যাপারে আমরা সমস্ত পঞ্চায়েত সদস্যরা মিলে একজোট হয়েছিলাম এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছিলাম। প্রধানের কাছে বিষয়টি পৌঁছতেই তিনি আমাদের হুমকি দেন। তিনি বলেন, শেখ শাহজাহান আর কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি আসছে। তারপর দেখে নেওয়া হবে। কুড়ুল দিয়ে কেটে টুকরো টুকরো করে দেওয়া হবে। আমরা পঞ্চায়েত সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অবিলম্বে প্রধানকে গ্রেপ্তার করা হোক তা না হলে আমাদের প্রাণের সংশয় হতে পারে।