জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আনন্দ করে ঘুরতে গিয়েছিলেন সবাই মিলে। সেই আনন্দের ভ্রমণ বদলে গেলে বিষাদে। দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনকে হারিয়ে শোকস্তব্ধ গোটা পরিবার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা এক পরিবারের সঙ্গে।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশের চান্দৌলিতে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের এসইউভি-র। গাড়িতে ছিলেন মোট ৮ জন। তাঁদের মধ্যে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। মৃতদের মধ্যে ৭ বছরের এক শিশুকন্যাও রয়েছে। বাকি ৫ জন গুরুতর জখম হন। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। বলতে গেলে, হাসপাতালে যমে মানুষে টানাটানি চলছে!
দুর্ঘটনায় মৃতদের দেহ সোমবার বেলঘরিয়ার বাড়িতে ফিরিয়ে আনা হয়। দেহ ফিরতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। থমথমে হয়ে যায় গোটা এলাকা। জানা গিয়েছে,দুর্ঘটনায় মৃত হতভাগ্য আখতার আনসারি তাঁর পরিবারকে নিয়ে বেলঘরিয়ার ম্যাকেনজি রোডে থাকতেন। দুর্ঘটনাটি যখন ঘটে, তখন তাঁরা উত্তরপ্রদেশের রেনুকূট স্টেশন থেকে ট্রেন ধরতে যাচ্ছিলেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News