রণয় তিওয়ারি ও অয়ন ঘোষাল: আদালতে কোনও আইনজীবী রাখতে চান না। ওকালতনামায় সই করতে চান না। চার্জশিট হলে আইনের পথে মৃত্যুর রাস্তা-ই বেছে নিতে চান প্রসূন দে। মানে নিজের স্ত্রী-মেয়ে-বউদিকে খুনের দায়ে নিজের 'ফাঁসি' চান প্রসূন দে। আদালতে এমনই জানালেন লিগ্যাল এড সার্ভিসের আইনজীবী। এরপরই প্রসূন দে-কে এজলাসে ডেকে পাঠাতে বলেন বিচারক।
বিচারক তাঁর কাছে জানতে চান, আপনি আইনজীবী রাখবেন? প্রসূন দে ঘাড় নেড়ে জানান, "না।" বিচারক বলেন, আপনি বিনা পয়সায় আইনের সহায়তা পাবেন। তাও আপনি রাখবেন না? প্রসূন দে আবারও ঘাড় নেড়ে জানান, "না।" বিচারক এরপর জানতে চান, আপনার কিছু বলার আছে? এবারও প্রসূন দে ঘাড় নেড়ে জানান,"না।" এরপরই ট্যাংরাকাণ্ডে তদন্তকারী অফিসার আদালতের কাছে আবেদন জানান যে, তদন্তের স্বার্থে প্রসূন দে-কে নিজেদের হেফাজতে নেওয়া প্রয়োজন। ঘটনার পুনর্নির্মাণ করাতে হবে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News